মমতা ব্যানার্জী কে দেশের প্রধানমন্ত্রী করার স্বপক্ষে বৈদিক শান্তি ও যজ্ঞের আয়োজন ধুপগুড়িতে
1 min read
আশীষ ভট্টাচার্য নতুন বছরের প্রথম দিনে ধূপগুড়ী মায়ের স্থান মন্দির প্রাঙ্গনে ত্রিকাল ভৈরব শান্তি আশ্রম কমিটির পরিচালনায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে দেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার প্রার্থনায় বৈদিক শান্তি যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যজ্ঞে উপস্থিত ছিলেন পঃ বঃ সরকারের বন মন্ত্রী বিণয় কৃষ্ণ বর্মন পৌর সভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং প্রমুখ।প্রবাহ তিস্তা তোরষা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নব বর্ষের দিন ধূপগুড়ীর রাজ পথে ঢাক ঢোল বাজিয়ে বিভিন্ন ট্যেবেলো নিয়ে পুরুষেরা ধুতি পাঞ্জাবী ও মেয়েরা লাল পাড় শাড়ী পরে রাজ পথ পরিক্রমার মধ্য দিয়ে নব বর্ষের দিন বর্ষ বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ কে স্বাগত জানায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সাংবাদিকদের জানান ভারতবর্ষে মোদী সরকার বিগত পাঁচ বছরে দেশকে পিছিয়ে দিয়েছে সব দিক দিয়ে।মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছে।এবার দেশের মানুষ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেশের প্রধান মন্ত্রীর গদিতে বসাবে।আমাদের মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী দেশের মুখ্যমন্ত্রীর গদিতে বসে সোনার ভারত গড়তে চলেছেন।ভারতবর্ষ থেকে এবারের লোকসভা নির্বাচনে দেশের মানুষ বিজেপিকে সরিয়ে অ বিজেপি এবং অ কংগ্রেসী জোটের সরকার দেশ চালাবে বলেই তিনি মনে করেন।কারন বিজেপি কোন রাজ্য থেকেই আশানুরুপ ফল করতে পারবে না।তাই একমাত্র প্রধান মন্ত্রী হবার মত যোগ্যতম ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি আর ও বলেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল দল বিয়াল্লিশে বিয়াল্লিশ পাচ্ছেই বকে তিনি মনে করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});