October 27, 2024

কালিয়াগঞ্জ পৌরসভা র প্রশাসক কার্তিক চন্দ্র পালের আন্তরিক উদ্যোগে কৃষ্ণের হাত দিয়ে কালিয়াগঞ্জ এর বৃন্দাবন ধাম সেজে ওঠে চলছে।

1 min read

কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পালের আন্তরিক উদ্যোগে কৃষ্ণের হাত দিয়ে কালিয়াগঞ্জ এর বৃন্দাবন ধাম সেজে ওঠে চলছে।

তনময় চক্রবর্তী করোনা আবহের মধ্যে খুশির খবর কালিয়াগঞ্জ বাসীর জন্য। অবশেষে কালিয়াগঞ্জ এর বৃন্দাবন ধাম বলে পরিচিত মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরের সৌন্দর্যায়নের নতুন সংযোজন হতে চলছে কৃষ্ণের হাত দিয়ে। আজ সেই কৃষ্ণের হাত এলো সুদূর কলকাতা থেকে।

মহেন্দ্রগঞ্জ নাটমন্দির চত্বরে গাড়ি থেকে যখন সেই কৃষ্ণের হাতগুলো নামানো হয় তখন প্রচুর মানুষ  সেটি দেখতে ভিড় করে।

জানা যায় মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরের যে সৌন্দর্যায়নের কাজ চলছে কালিয়াগঞ্জে প্রাক্তন পৌরপতি তথা বর্তমান প্রশাসক কার্তিক চন্দ্র পালের হাত ধরে।

সেই কাজে আজ থেকে আবার নতুন সংযোজন হল কৃষ্ণের হাত। জানা যায় দুটি গেট হবে এই বৃন্দাবন ধামের ঢুকতে যাওয়ার।

আর সেখানেই সাধারন মানুষদের আমন্ত্রণ জানাবেন স্বয়ং কৃষ্ণ তার হাত দিয়ে। ইতিমধ্যে এই বৃন্দাবন ধাম সেজে উঠছে নতুন সাজে। চারিদিকে যেমন লোহার বেরিকেড দিয়ে তৈরি হয়েছে বাউন্ডারি ওয়াল তেমনই করা  হয়েছে উচ্চ বাতিস্তম্ভ আলোর ব্যবস্থা

। শুধু তাই নয় আলোয় আলো তে সেজে উঠেছে এই বৃন্দাবন ধাম। যে ভাবে এই বৃন্দাবন ধামের কাজ চলছে দ্রুত গতিতে তাতে

আগামী দিনে শুধু উত্তরবঙ্গ নয় সারা রাজ্যের কাছে  যে একটা দৃষ্টান্তমূলক বৃন্দাবন ধাম প্রতিষ্ঠিত হতে চলছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *