December 5, 2024

মনোনয়নপত্র জমা দিয়েই গ্রাম ছুটলেন প্রার্থী দেব

1 min read
আজ ছিল ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল  কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী মনোনয়নপত্র জমা দিয়ে গ্রামে গ্রামে প্রচারে ঝড় তুললেন। পাঁশকুড়া ব্লকের খন্ডখলা অঞ্চলের বাহারপোতা গ্রামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পথসভা। এই পথসভায়  উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র, ঘাটালে বিধায়ক শঙ্কর দলুই, পাঁশকুড়া ব্লক  সভাপতি কুরবান সাহা প্রমূখ। সভা  শুরু হওয়ার কথা ছিলো বিকেল চারটে।
 কিন্তু সন্ধ্যে পাঁচটা পরেও দেব না আশা একরাশ হতাশা হয়ে বাড়ি ফিরছিল দেবের ভক্তরা। মাই হাতে মঞ্চের নেতারা আশ্বাসে বাড়ির মুখ থেকে ফিরে মাঠভরালেন দেব এর ভক্তরা। দেব আসার আগেই পথসভা প্রায় জনসভার মুখ নেই। সন্ধে ছটায় উপস্থিত হন অভিনেতা ঘাটাল লোকসভার প্রার্থী দীপক(দেব) অধিকারী। মঞ্চে উঠেই দেব প্রথমেই ক্ষমা স্বীকার করেন। এরপর হাত মিলিয়ে আশা পূরণ করেন প্রার্থী দেব। উপচে পড়া ভিড় দেখে দেব বলেন চারটা থেকে ছয়টা পর্যন্ত অপেক্ষা করার পর বেশি কিছু বলবো না। শুধু আশীর্বাদ করুন যাতে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের জন্য কাজ করতে পারি। দিদি উন্নয়নের শামিল হতে চাই। এজন্য আমাদের দুহাত ভরে আশীর্বাদ দরকার। 2014 এর মতন আবার আমায় আশীর্বাদ করুন যাতে আমি আপনাদের কথা দিল্লিতে বলতে পারি। এরপর সভা শেষ করে রঘুনাথবাড়ির খশর বনের সভার উদ্দেশ্যে রওনা দেয় ঘাটাল লোকসভার প্রার্থী দীপক (দেব) অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *