October 26, 2024

ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সমস্ত রাজনৈতিক দলের দাবি উঠুক জেলায় জেলায় জেইই ও নিট পরীক্ষার কেন্দ্র করা হোক

1 min read

ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সমস্ত রাজনৈতিক দলের দাবি উঠুক জেলায় জেলায় জেইই ও নিট পরীক্ষার কেন্দ্র করা হোক

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০,আগস্ট:ভারতবর্ষের অগণিত ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে রাজনীতির উর্ধে উঠে সবাইকে গঠনমূলক সিধান্ত নেওয়া উচিৎ।সেই কারণে করোনা আবহে যেহেতু যোগাযোগ ব্যবস্থা এখনো স্বাভাবিক না হবার কারনে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে কেন্দ্র ও রাজ্যেকে অবিলম্বে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া অত্যন্ত প্রয়োজন ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে।তাই অগণিত ছাত্র ছাত্রীদেরবিপদের মুখে ঠেলে না দিয়ে যদি তাদের কথা চিন্তা করে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় একটি করে জেইই ও নিট পরীক্ষার কেন্দ্র করা হয় তাহলে পরীক্ষার্থীদের যথেষ্টই সুবিধা হবে বলে অভিজ্ঞমহল মনে করছে।

জেইই ও নিট পরীক্ষার্থীদের নিয়ে অযথা রাজনীতি না করে তাদের যদি সত্যি সত্যিই ভালো চাওয়া হয় তাহলে সমস্ত স্তর থেকেই জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করবার উদ্যোগ নিক রাজ্য সরকার।করোনার ভয়াবহতার কথা চিন্তা করে ছাত্র ছাত্রীদের এই পরীক্ষা কোন ভাবেই না পিছিয়ে জেলায় জেলায় পরীক্ষার ব্যবস্থা করলেউভয়েরই সুবিধে হবে বলে বুদ্ধিজীবিরা মনে করছেন।অনেককেই বলতে শোনা যাচ্ছে এ যেন ভুতের মুখে রাম নাম শোনার মতই ঘটনা।যখন রাজনৈতিক নেতারা প্রতিনিয়ত বিভিন্ন দাবি দাওয়ার দাবি নিয়ে মিছিল মিটিং অথবা ডেপুটেশন দিতে যান তখন রাজনৈতিক নেতাদের করোনার কথা বেমালুম ভুলে যান।রাজ্য সরকারের করোনা বিধি নিষেধ মানেনা যেমন শাসক দলের নেতা থেকে সমর্থক তেমনি একই পথের পথিক বিরোধী রাজনৈতিক শিবিরের নেতৃত্বগন।তাই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে রাজনীতি না করে বরং ছাত্র ছাত্রীরা কি ভাবে সহজেই তাদের নিজেদের জেলায় জেলায় বসে জেইই ও নিট পরীক্ষা অত্যন্ত সহজভাবে দিতে পারে তার সুব্যবস্থা করার জন্য অবিলম্বে উদ্যোগ গ্রহণ করুক রাজ্যের শাসক ও বিরোধী দলের রাজনৈতিক নেতৃত্বগন।তাহলেই বোঝা যাবে সত্যি সত্যিই রাজনৈতিক নেতাগন ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে,তাদের প্ৰকৃত ই মঙ্গল চায়।নচেৎ ধরে নেওয়া যেতেই পারে এসব কুমীরের কান্না ছাড়া অন্য কিছুই নয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *