October 26, 2024

‘স্থিতিশীল উন্নয়ন’এর লক্ষ্যে জাতীয় আলোচনাচক্র আয়োজিত হল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে: উপস্থিত ছিলেন স্থিতিশীল উন্নয়ন বিশেষজ্ঞ ড: তাপস পাল

1 min read

‘স্থিতিশীল উন্নয়ন’এর লক্ষ্যে জাতীয় আলোচনাচক্র আয়োজিত হল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে: উপস্থিত ছিলেন স্থিতিশীল উন্নয়ন বিশেষজ্ঞ ড: তাপস পাল

তন্ময় চক্রবর্তী রাষ্ট্রপুঞ্জের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট-২০৩০ কে লক্ষ্য রেখেই রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে ২৯শে অগাস্ট ২০২০ একদিনের ন্যাশনাল ওয়েবিনার আয়োজিত হয় | ভারপ্রাপ্ত অধ্যক্ষ পৃথ্বীরাজ ঝা, তারিক আনোয়ারের উদ্যোগে আয়োজিত এই আলোচনাচক্রের বিষয় ছিল ‘সাস্টেইনেবল ডেভেলপমেন্ট: টার্গেট এন্ড এচিভমেন্ট’ | আলোচনায় উঠে আসে সাস্টেইনেবল এডুকেশনের প্রয়োজনীয়তা |

একদিনের এই আলোচনায় দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে |ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী আবাস যোজনার লিড আরবান প্লানার ড: কানহা. আর. গোধা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড: কৃষ্ণেন্দু গুপ্ত ও কোচবিহার পঞ্চাননবর্মা কলেজের অধ্যাপক পিয়াল বসু রায় | বিশেষ অতিথি হিসেবে নতুন এডুকেশন পলিসি এবং সাস্টেইনেবল এডুকেশন নিয়ে বক্তব্য রাখেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট বিপদ তারন ভট্টাচার্য |হরিয়ানা থেকে সহকারী অধ্যাপক দেবেন্দ্র, হিমাচল প্রদেশের থেকে সহকারী অধ্যাপক সানি শর্মা, কাজীনজরুল ইসলাম মহাবিদ্যালয় থেকে ড: অনিন্দ্য মন্ডল, মহারাষ্ট্র আর. ভি. কলেজ থেকে কৈলাস নিখাদ, রাজস্থান থেকে ড:কিঞ্চি আন্তর্জাতিক স্তরে শিক্ষা সমস্যা ও অপর্চুনিটি নিয়ে বক্তব্য রাখেন | বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিনয় ভবনের সহকারী অধ্যাপক প্রহ্লাদ মন্ডল শিক্ষা দর্শন ও ভবিষৎ শিক্ষা নিয়ে আলোচনাচক্রে বক্তব্য রাখেন | রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড: তাপস পাল রাষ্ট্রপুঞ্জের স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য পূরণের চেষ্টা করেই চলেছেন | তার কথায় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে প্রকৃতি, পরিবেশ তার সাথে শিক্ষা সবক্ষেত্রেই সমান ভাবে পারদর্শীতার সাথে আত্মিক ভাবে যোগাযোগ খুব প্রয়োজন তবেই হবে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ‘কোয়ালিটি এডুকেশন’ সম্পন্ন হবে | সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে আলোচনা করেন | ড: সঞ্জয় সাহা, ড: সুকান্ত দাস, ড: ইসমাইল, পিন্টু বিশ্বাস, তন্ময় সরকার, বিপুল কুমার প্রামানিক অতীত কাল থেকে শিক্ষা দর্শন, শিক্ষার অত্যাবশ্যকীয়তা, শিক্ষায় গবেষণা ক্ষেত্রের সম্ভাবনা নিয়ে মনোগ্রাহী আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের পসিটিভ প্রতিক্রিয়া জানায় | শিক্ষা জগতে এধরণের ওয়েবিনারগুলো বর্তমান পরিস্থিতিতে খুব প্রয়োজনীয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *