October 26, 2024

বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার তদন্তভার সি বি আই দিয়ে করাতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যাবে বিজেপি

1 min read

বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার তদন্তভার সি বি আই দিয়ে করাতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যাবে বিজেপি

সুশান্ত মৃত্যুর ঘটনায় যেভাবে সি বি আই তদন্তভার নিয়েছে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার তদন্তভার সি বি আই দিয়ে করাতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যাবে বিজেপি।শনিবার হেমতাবাদের প্রয়াত বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের পরিবারকে সমবেদনা জানাতে বালিয়ার বাড়িতে বিজেপি কেন্দ্রীয় কমিটির নেতা কৈলাস বিজয়বর্গি,অরবিন্দ মেনন,কোচবিহার,গাজোল,এবং বালুরঘাটের সাংসদ উপস্থিত ছিলেন।দেবেন্দ্রবাবুর স্ত্রীর সঙ্গে দেখা করে বলেন বিজেপি দল সবসময় তার পাশে থাকবে।

সাংবাদিকদের কৈলাস বিজয়বর্গিওআরো বলেন মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী থাকলে এরাজ্যে আবাধ এবং শান্তিপূর্ন ভোট সম্ভব নয়।রাষ্ট্রীপতি রাজ্যের রাজ্যের পরিস্থিতি কি তা জানার জন্য রাজ্যপালের রিপোর্ট তলব করার দাবি জানানো হয়েছে।

নির্বাচন কমিশন অবাধ এবং শান্তিপূর্ন ভোট করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।তিনি মনে করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেই আগামী বিধানসভা ভোট হওয়া উচিত।আজ হেমতাবাদের বিধায়ক প্রয়াত দেবেন্দ্র নাথ রায়ের বাড়িতে এসে এই দাবি করলেন বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *