October 26, 2024

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হলো ইটাহারে

1 min read

তৃণমূল ছাত্র পরিষদের  প্রতিষ্ঠা দিবস পালিত হলো ইটাহারে

২৮ আগষ্ট, ইটাহারঃ তৃণমূল ছাত্র পরিষদের  প্রতিষ্ঠা দিবস পালিত হলো ইটাহারে। শুক্রবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইটাহার পথসাথী এলাকায় স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয় ইটাহার ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ব্লক যুব তৃণমূলের যৌথ উদ্যোগে। এদিন ছাত্র পরিষদ ও তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক অমল আচার্য, এদিন পতাকা উত্তলনের পর বিধায়ক সহ অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতৃত্ব ও বিশিষ্ট ব্যাক্তিদের বরণ করে নেয় ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের কর্মীরা।

পাশাপাশি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ব্লক যুব তৃণমূলের যৌথ উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্ত দান শিবিরে রক্ত দাতাদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিধায়ক সহ তৃণমূল নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিধায়ক অমল আচার্য, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অমিত গাঙ্গুলী, ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নাজমূল হুসেন, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ, ব্লক তৃণমূল সহ সভাপতি আসলাম আলী, জেলা পরিষদ সদস্যা বিউটি বেগম, কর্মাধক্ষা মহম্মদ ইসরাইল, ব্লক তৃণমূল নেত্রী সুনিতি সরকার ও পম্পা চৌধুরী, ব্লক তৃণমূল নেতৃত্ব বিনয় সরকার, পঞ্চায়েত সমিতির দলনেতা নজিবর রহমান, ছাত্র পরিষদ নেতৃত্ব সোনাবুল রহমান, ফাইসাল হুসেন, জসিমুদ্দিন আহম্মেদ, ইন্দ্রনীল আচার্য সহ বিভিন্ন অঞ্চল তৃণমূল নেতৃত্ব কর্মী, বিভিন্ন অঞ্চলের প্রধান সহ অন্যান্য বিশিষ্ট্য ব্যাক্তিরা। ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক দাস বলেন, আজকে  তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তাই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইটাহার ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে ও ইটাহারের বিধায়ক অমল আচার্যর নির্দেশে ইটাহার বাস টার্মিনাস ও পথসাথীতে দুটি পৃথক স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছে, এদিন ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের দুটি শিবিরে প্রায় ১৫০ জন রক্ত দাতা রক্ত দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *