October 26, 2024

“বিজেপিকে ভোট দিয়ে মানুষ তাঁদের ভুল বুঝতে পেরেছে এমন মন্তব্য করেন রাজ্য শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানী

1 min read

“বিজেপিকে ভোট দিয়ে মানুষ তাঁদের ভুল বুঝতে পেরেছে এমন মন্তব্য করেন রাজ্য শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানী

“বিজেপিকে ভোট দিয়ে মানুষ তাঁদের ভুল বুঝতে পেরেছে তাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে তৃনমুলে যোগদান করছেন” গোয়ালপোখরের সাহাপুর প্রাইমারী স্কুলের মাঠে এসসি এসটি ওবিসি সেলের পরিচালনায় বিভিন্ন দল থেকে তৃনমুল কংগ্রেসের যোগদান সভায় হাজির হয়ে এমন মন্তব্য করেন রাজ্য শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানী। তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের ব্লক সভাপতি বিমল বিশ্বাসের নেতৃত্বে গোয়ালপোখরের ব্লক সভাপতি গোলাম রসুল ওরফে মুনিদা ও বিধায়ক তথা রাজ্য শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে আট শতাধিক মানুষ তৃনমুলে যোগদান করেন।

মূলত সাহাপুর অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে কংগ্রেস ও বিজেপি থেকে পুরুষ মহিলা মিলিয়ে আদিবাসী সম্প্রদায় ও মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃনমুলের পতাকাতলে আসেন। এদিনের যোগদান সভায় উপস্থিত তৃনমুল নেতৃত্বরা বিপদের দিনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর হদিশ না মেলায় বিজেপিকে তীব্র আক্রমন করেন। এছাড়াও জয় জোহার, জয় বাংলা প্রকল্পে মানুষ উপকৃত হয়েছে তাই গত লোকসভা ভোটে বিজেপিকে জিতিয়ে যে ভুল মানুষ করেছেন সেই ভুল মানুষ বুঝতে পেরেছে তাই তাঁরা তৃনমুলে যোগদান করছেন। পাশাপাশি ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলে সারা জীবনের জন্য রেশন ফ্রি করে দেওয়ার প্রতিশ্রুতি জানান শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানী। এদিনের সভায় গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অনিতা পাল, সাহাপুর অঞ্চল সভাপতি মহম্মদ নুরউদ্দিন, সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় সিংহ, তৃনমুল নেতা আফতাব আলি, পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি শান্তিরঞ্জন মৃধা, গোয়ালপোখর ব্লক যুব তৃনমুল সভাপতি সত্যরঞ্জন বিশ্বাস, ব্লক যুব তৃনমুল সহ সভাপতি রাহুল দাস সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *