October 26, 2024

প্রতি বছরের মতো এবছরেও ইসলামপুরের গনপতিজীর পুজোয় মেতেছে

1 min read

প্রতি বছরের মতো এবছরেও ইসলামপুরের গনপতিজীর পুজোয় মেতেছে

প্রতি বছরের মতো এবছরেও ইসলামপুরের মহারাষ্টিয়ানরা তাদের আরাধ্য দেবতা গনপতি জীর পুজোয় মেতেছে।

ইসলামপুর পুরসভার ৭ নাম্বার ওয়ার্ডের লোহা পট্টি এলাকার মাত্র কয়েকটি মহারাষ্ট্রিয়ান পরিবারের এই পুজোয় প্রতি বছর উৎসবের আবহে মেতে ওঠে ইসলামপুর শহরের বাসিন্দারা।তবে এই বছর করোনা আবহে পুজোর প্রতিমা, প্যান্ডেল, মন্ডপ অনেকাটাই ছোটো হয়েছে। এই পুজো ছোটো হওয়ার কারন যেমন সরকারী নিয়মবিধি মেনে চলার চাপ, তেমনি লকডাউনে ব্যবসার মন্দা থাকাও একটা অন্যতম কারন।

উদোক্তারা জানিয়েছেন, পুজোর আরম্বর কিছুটা ছোটো হলেও উৎসবের আমেজে কোনো কমতি নেই তাদের৷ শনিবার সকালে আরতি দিয়ে পুজোর শুরু হয়েছে, যা চলবে আরও ১১ দিন। এই পুজোর আবহে ইসলামপুর শহরের মানুষ কোভিড ১৯ নিয়মবিধি মেনে কতটা উৎসব মুখর হয়ে ওঠেন সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *