October 26, 2024

ক্রীড়ামন্ত্রকের জাতীয় ক্রীড়া সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ

1 min read

ক্রীড়ামন্ত্রকের জাতীয় ক্রীড়া সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ

নয়াদিল্লি: শুক্রবার জাতীয় ক্রীড়া সম্মানের পুরো তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। জাতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা সহ ২০২০ দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব খেলরত্নের জন্য মনোনীত হলেন দেশের ৫ জন অ্যাথলিট।

পাশাপাশি অর্জুন পুরস্কারের জন্য সম্মানিত হয়েছেন দেশের ২৭ অ্যাথলিট।প্রাক্তন বিচারপতি মুকুন্দাকম শর্মা নেতৃত্বাধীন নির্বাচক কমিটি মীরাবাঈ চানু এবং সাক্ষী মালিককে রেখে ২৯ জনের অর্জুন প্রাপকের তালিকা ক্রীড়ামন্ত্রকের কাছে পেশ করে। কিন্তু উপরোক্ত দুই অ্যাথলিট পূর্বেই খেলরত্ন সম্মানে মনোনীত হওয়ার দরুন এই দু’জনকে ব্যতিরেকে ২৭ জন অর্জুন পুরস্কার প্রাপকের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। একনজরে দেখে নেওয়া যাক ২০২০ জাতীয় ক্রীড়া সম্মান প্রাপকের পূর্ণাঙ্গ তালিকা-

রাজীব গান্ধী খেলরত্ন:

রোহিত শর্মা (ক্রিকেট)
মারিয়াপ্পান থাঙ্গাভেলু (প্যারা-অ্যাথলেটিক্স)
মনিকা বাত্রা (টেবল টেনিস)
ভিনেশ ফোগত (কুস্তি)
রানি রামপাল (হকি)

দ্রোণাচার্য পুরস্কার:
লাইফটাইম ক্যাটেগরি-

ধর্মেন্দ্র তিওয়ারি (তিরন্দাজি)
পুরুষোত্তম রাই (অ্যাথলেটিক্স)
শিব সিং (বক্সিং)
রমেশ পাঠানিয়া (হকি)
কৃষাণ কুমার হুডা (কবাডি)
বিজয় ভালচন্দ্র মুনিশ্বর (প্যারা-পাওয়ারলিফটিং)
নরেশ কুমার (টেনিস)
ওম প্রকাশ দাহিয়া (কুস্তি)

রেগুলার ক্যাটেগরি-
জুড ফেলিক্স সেবাস্তিয়ান (হকি)
যোগেশ মালবিয়া (মাল্লাখাম্ব)
যশপাল রানা (শুটিং)
কুলদীপ কুমার হান্ডু (উশু)
গৌরব খান্না (প্যারা-ব্যাডমিন্টন)

অর্জুন পুরস্কার:

অতনু দাস (তিরন্দাজি)
দ্যুতি চাঁদ (অ্যাথেলেটিক্স)
সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি (ব্যাডমিন্টন)
চিরাগ চন্দ্রশেখর শেট্টি (ব্যাডমিন্টন)
ভিনেশ ভৃগুবংশী (বাস্কেটবল)
মনীশ কৌশিক (বক্সিং)
লোভলিনা বর্গহেইন (বক্সিং)
ইশান্ত শর্মা (ক্রিকেট)
দীপ্তি শর্মা (ক্রিকেট)
সাওয়ান্ত অজয় অনন্ত (ইকুয়েস্ট্রিয়ান)
সন্দেশ ঝিঙ্গান (ফুটবল)
অদিতি অশোক (গলফ)
আকাশদীপ সিং (হকি)
দীপিকা (হকি)
শ্রী দীপক (কবাডি)
সারিকা সুধাকর (খো খো)
দাত্তু ভোকানল (রোয়িং)
মনু ভাকের (শুটিং)
সৌরভ চৌধুরি (শুটিং)
মধুরিকা সুহাস পাটকর (টেবল টেনিস)
দিবিজ শরণ (টেনিস)
শিবা কেশবন (উইন্টার স্পোর্টস)
দিব্যা কাকরন (কুস্তি)
রাহুল আওয়ারে (কুস্তি)
সুয়াস নারায়ণ যাদব (প্যারা-সুইমিং)
সন্দীপ (প্যারা-অ্যাথলেটিক্স)
মনীশ নারওয়াল (প্যারা-শুটিং)

উল্লেখ্য, কোভিডের কারণে চলতি বছর প্রথা ভাঙছে জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। রাষ্ট্রপতি ভবন থেকে পুরস্কার প্রদানের পরিবর্তে আগামী ২৯ অগস্ট জাতীয় ক্রীড়া দিবসে ভার্চুয়াল মাধ্যমেই অনুষ্ঠিত হবে জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *