October 26, 2024

স্বাধীনতার পর কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো পাকা রাস্তা না হওয়ার কারণে দুর্ভোগে পড়েছে কয়েক গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ

1 min read

স্বাধীনতার পর কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো পাকা রাস্তা না হওয়ার কারণে দুর্ভোগে পড়েছে কয়েক গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ

১৯ আগষ্ট ইটাহার: স্বাধীনতার পর কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো পাকা রাস্তা না হওয়ার কারণে দুর্ভোগে পড়েছে কয়েক গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ, এমনি অভিযোগ মরিয়া পুকুর,চিতা পুকুর, রংপুর গ্রামের সাধারণ মানুষের। এমনি ছবি লক্ষ করা গেছে ইটাহার থানার মারনাই অঞ্জলের চেংছিড়া জাতীয় সরক সংযোগ থেকে মরিয়া পুকুর,চিতা পুকুর,

রংপুর গ্রামে যাওয়ার বেহাল রাস্তার, এলাকার বাসিন্দারা বলেন বছর বছর পেরিয়ে গেলেও আমাদের গ্রামে যাওয়ার মূল রাস্তার কাজ কেউ করেনি, অথচ’ কয়েক টি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষের এই মাটির রাস্তা দিয়ে চলাচল করে জাতীয় সরকে এসে বাস ধরে বিভিন্ন গনতব্য স্হলে মেতে হয়, এমনকি এই রাস্তা দিয়ে খুব

সহজেই পাশ্ববর্তী ব্লক হরিরামপুর হয়ে বিভিন্ন এলাকায় যাতাযাত সহ মানুষের চলাচল রয়েছে, বত’মানে বর্ষা কালে হাঁটু কাদা জলে,আর খরা কালে ধুলো বালি দিয়ে চলাচল, এমনকি গ্রামের কেউ অসুস্থ হলে মাচা করে ঘারে করে জাতীয় সরকে আস্তে হয়, অথচ প্রশাসন সহ জন প্রতিনিধি রা

সব কিছু জেনেও চুপ হয়ে বসে আছে,ভোট আসে ভোট যায় আশ্বাস ছাড়া আর কিছু মিলেনা এমনকি পাকা রাস্তার দাবিতে একাধিক বার আন্দোলন সহ জাতীয় সরক অবরোধ করে শুধু প্রশাসনের তরফে আশ্বাস ছাড়া কিছুই মিলেনি,

ফলে বত’মানে কষ্ট হলেও বেহাল রাস্তা দিয়ে কাপড় উচু করে চলাচল করতে হচ্ছে কয়েকটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ কে।

যদিও এব্যাপারে বিডিও আবুল আলা মামুদ আনসার বলেন মারনাই অঞ্জলের যে রাস্তা টির কথা সেই রাস্তা টি সেচ দপ্তরের অধিনের মধ্যে পরে তবে জেলা স্তরে জানানো হবে,

বত’মানে এলাকার পঞ্চায়েত দপ্তর কে বলা হবে যাতে রাস্তাটি প্রাথমিক ভাবে সংস্কার করে চলাফেরা করার মতো করে তুলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *