October 26, 2024

উত্তর শঙ্করপুরের ৩০টি সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার থেকে বিজেপিতে যোগদান

1 min read

উত্তর শঙ্করপুরের ৩০টি সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার থেকে বিজেপিতে যোগদান

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ,১৮,আগস্ট:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ধনকোল গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর শংকরপুর গ্রামে শুধু মাত্র ৩০টি সংখ্যালঘু পরিবারের সদস্যরা মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি দলে যোগ দিল।

অনেককেই বলতে শোনা যাচ্ছে হটাৎ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে এটা কিসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।জানা যায় কালিয়াগঞ্জ ১৮নম্বর মন্ডল সভাপতি তারিণী রায়ের নেতৃত্বে এই পালা বদলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জানা যায় দলবদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জগন্নাথ ভট্টাচার্য সহ বহু স্থানীয় বিজে পি নেতৃত্ব ও সমর্থক গন।

বিজেপি নেতা তারিণী কান্ত রায় তার ভাষণে বলেন তৃণমূল দল ভেবেই নিয়েছিল সংখ্যালঘু মানেই তৃণমূলের সমর্থক।আজ সেই ভুল কালিয়াগঞ্জের শঙ্করপুরের মানুষ ভেঙে দিয়েছে।নরেন্দ্র মোদির বিজেপিতে সবকা সাথ সবকা বিকাশের জন্য হিন্দু মুসলমান সহ সবাই বিজেপিতে থাকবে এটাইতো স্বাভাবিক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *