October 26, 2024

কালিয়াগঞ্জের গ্রামাঞ্চলে বাংলা আবাস যোজনা প্রকল্পে কাটমানি রোধে তৃণমূলের অভিনব প্রচার

1 min read

কালিয়াগঞ্জের গ্রামাঞ্চলে বাংলা আবাস যোজনা প্রকল্পে কাটমানি রোধে তৃণমূলের অভিনব প্রচার

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮আগস্ট:কাট মানির দৌরাত্ব যে শুধু শহরেই নয় গ্রামেও তৃণমূলের একশ্রেণীর দালালদের মাধ্যমে যথেষ্টই শক্তিশালী তা তৃণমূলের নেতৃত্ব স্বীকার করে নিল তাদের দলের মাধ্যমেই মাইক যোগে প্রচার করে।জানা যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের হতদরিদ্র মানুষদের জন্য বাংলা গ্রামীন আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে দরকারি ভাবে ২০২১সালের নির্বাচনকে পাখির চোখ করতে নির্বাচনের আগে ঘর দেবার একটা সিধান্ত হয়েছে।সেই নিরিখে কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল দলের পক্ষ থেকে মাইকযোগে অভিনব প্রচার করা হচ্ছে বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নাম করে কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে কাট মানি চায় তা কোন ভাবেই কাউকে দেবেন না বলে পরিস্কার ভাবে প্রচার করা হচ্ছে।।এই অভিনব প্রচার গত দুই ধরে করার ফলে গ্রামাঞ্চলের সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।এই ধরনের প্রচারের কারনে তৃণমূলের কর্মীরাও প্রচন্ড ক্ষুব্ধ হয় বলে জানা যায়। কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্যের উদ্দ্যোগে এই প্রচারাভিযান চলছে।খবর নিয়ে জানা যায় বাংলা গ্রামীন আবাসন যোজনার ঘর পাবার জন্য ইতিমধ্যেই ৮টি গ্রাম পঞ্চায়েতে আনুমানিক ৩২ হাজার আবেদন পত্র কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তরে জমা পড়েছে।সরকারি নির্দেশে বলা হয়েছে এই ঘর পাবার জন্য আবেদনকারীদের প্রয়োজনীয় নথি পত্রের সাথে তাদের আঁধার কার্ডের জেরএক্স আগামী ৩১শে আগস্টের মধ্যে গ্রাম পঞ্চায়েতে জমা দিতে হবে।এ ছাড়াও বলা হয় এই বাংলা আবাসন যোজনার ঘর পেতে গেলে কোন অর্থ কেও চাইলে কাওকে কোন অর্থ আপনারা দেবেন না। এই নির্দেশ প্রকাশ হতেই তৃণমূলের গ্রাম্য স্তরের বেশ কিছু দালাল চক্র অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে বলে জানা যায়।

কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেন বাংলা গ্রামীন আবাস যোজনার মাধ্যমে কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের প্ৰকৃত দুস্থ্য মানুষদের সরকার থেকে ঘর করে দেবার সিধান্ত হয়েছে।এই নির্দেশ আসার পর থেকেই আমাদের কাছে গ্রামের মানুষেরা অভিযোগ জানাচ্ছে গ্রামের বেশ কিছু দালাল তারা ঘর পাইয়ে দেবার নাম করে ইতিমধ্যেই আবেদন কারীদের কাছে গিয়ে কাট মানি পাবার জন্য চাপ সৃষ্টি করছে।কাট মানি না দিলে ঘর পেতে অসুবিধা হবে বলেও তারা হুমকি দেওয়া শুরু করে দিয়েছে।তাই আমরা সেই কাট মানি রোখার জন্য গ্রামের মানুষদের সচেতন করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মাইকযোগে প্রচারের এই অভিনব পন্থা গ্রহণ করেছি বলে নিতাই বাবু জানান।তিনি বলেন যাতে ঘর প্রাপকদের কাওকে ঘর পাবার জন্য কোন অতিরিক্ত টাকা না দিতে হয়।আমরা এও প্রচার করছি কেও যদি টাকা চায় তাহলে সরাসরি তৃণমূলের কালিয়াগঞ্জের দলীয় কার্যালয়ে সেই ব্যক্তির নামে অভিযোগ জানাতে।তাহলে আমরা তার বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা নিতে পারবো।এদিকে এই ঘটনায় কালিয়াগঞ্জের বিজেপির শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ এক সাক্ষাৎকারে বলেন বিজেপি বার বার করে আমরা যে তৃণমূলের কাট মানির কথা বলতাম আজ সেই কথা তৃণমূল নিজেরাই স্বীকার করে নিয়ে নিজেদের দলের তৃণমূলের সদস্যদের বিরুদ্ধে কাটমানি নিয়ে প্রচার করে বলছে কাট মানি চাইলে দেবেন না। এর চেয়ে লজ্জার আর কি বাকি থাকলো।কালিয়াগঞ্জ ব্লকের ব্লক কংগ্রেস কমিটির সভাপতি সুজিৎ দত্ত বলেন তৃণমূলের কাট মানি সংস্কৃতি আজ কোথায় পৌঁছে গেছে যাদের মাইক দিয়ে বলতে হচ্ছে কাটমানি না দেবার কথা।কালিয়াগঞ্জের বামফ্রন্টের আর এস পি দলের নেতা দেবব্রত কর বলেন তৃণমূল দল কোন স্তরে পৌঁছে গেছে যাদের মাইক যোগে বলতে হচ্ছে দলের কাউকে কাট মানি দেবেন না।এরা আর কত নিচে নামবে?কালিয়াগঞ্জের সিপিআইএম দলের জেলা কমিটির অন্যতম সদস্য ভারতেন্দ্র চৌধরী বলেন এটা কোন অভিনব ঘটনা নয়।বরং আমার মনে হয় গ্রামের লোকদের আরো মাইকযোগে বলে দেওয়া হল সরকারি ঘর পেতে গেলে ঘর প্রাপকদের কাট মানি দিতে হবে সেটাই আরো পরিষ্কার করে জানিয়ে দেওয়া হল বলে তিনি মনে করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *