October 26, 2024

বর্তমানের কথা সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ইটাহারের বিধায়ক অমল আচার্য

1 min read

বর্তমানের কথা সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ইটাহারের বিধায়ক অমল আচার্য

বর্তমানের কথা সংবাদমাধ্যমের ওপর কালিয়াগঞ্জ এর কিছু যুবক যুবতীরা গত 15 আগস্ট এর দিন রাতে যেভাবে সম্পাদকের বাড়ি সামনে এসে সম্পাদকের উপর হামলা আক্রমণ করল তার তীব্র ভাষায় নিন্দা ও প্রতিবাদ করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য । তিনি বললেন ,সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।

যেকোনো সংবাদের পরিবেশন করলে তার পক্ষে ও বিপক্ষে তারা বক্তব্য রাখতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে কোন সাংবাদিকের বাড়িতে হামলা করা বা শারীরিকভাবে নিগ্রহ করা তা সমর্থন যোগ্য নয়।

একটা সংবাদের যদি কোনো সত্যতা থাকে তাহলে নিশ্চয়ই সেই সংবাদ সাংবাদিক পরিবেশন করতেই পারে। সেই স্বাধীনতা তার আছে। তার বিরুদ্ধে যদি কোনো মতামত থাকে তা হলেও সেই সংবাদপত্রে সেই মতামত তারা দিতে পারে। সাংবাদিকরা সংবাদ পরিবেশন করে তাদের কোন সিকিউরিটি ছাড়াই। এইভাবে তাদের বাড়িতে হামলা করা এটা সভ্য সমাজে কাম্য নয়।এটাকে আমি সমর্থন করি না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *