October 26, 2024

বিবাহবার্ষিকীতে ”নন্দনকানন-প্রকল্প” নিলেন পরিবেশবিদ ড: তাপস পাল

1 min read

বিবাহবার্ষিকীতে ”নন্দনকানন-প্রকল্প” নিলেন পরিবেশবিদ ড: তাপস পাল

স্থিতিশীল উন্নয়নে অঙ্গীকারবদ্ধ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড: তাপস পাল | 2019 সালে 15ই আগস্ট তার বিবাহের দিন প্রকৃতি-মানব বন্ধনের জন্য শুরু করেন ‘বিবাহ বন্ধনে বৃক্ষ-রাখি বন্ধন’ উৎসব | এক দিকে 2020তে 74তম স্বাধীনতা দিবসে মহামারী করোনার দুঃসময়ে শান্তির আবহবার্তা চায়, চায় সৌজন্যতা ও ভাতৃত্বতা |

সাথে বুঝেছে প্রকৃতির সন্তুষ্ট থাকার প্রয়োজনীয়তা ও পরিবেশ বাঁচানোর উদ্দেশ্যটা | তাপস বাবুর কথায় সবসময় একই বার্তা পৌঁছয় সকলের কাছে পরিবেশ রক্ষা ও সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ; রুরাল থেকে আরবান সভ্যতার উন্নয়নের জেরে শহুরে প্রকৃতি থেকে সবুজ আজ অস্তিত্বের সংকটে এলে আমরা নিজেদেরই সংকটের সামনে দাঁড় করবো | তাই আমার ও ময়ুরিকার প্রথম বিবাহবার্ষিকীতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাদম্বরী দেবীর ভাবনায় তাদের পথ অনুসরণে ”নন্দনকানন – প্রকল্প” নিলাম |

এই শহুরে জীবনে প্রত্যেক বাড়ির ছাদ ক কিম্বা ব্যালকনিতে নয়তো ঘরে ইনডোর প্লান্ট এই কনসেপ্ট খুব প্রয়োজনীয় | ইন্দ্রের সুদৃশ্য রাজবন নন্দনকানন বর্তমান যুগে তৈরী হোক শহুরে প্রতিটি বাড়ির ছাদে তবেই সকলে ‘গ্রীনসিটি’ তৈরীতে সক্ষম হবো |’পরিবেশ আপনার প্রকৃতি নয়’ এই বার্তা নিয়েই রাষ্ট্রপুঞ্জের স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য পূরণ করতে তাপস বাবু শুরু করেন ‘বিবাহ বন্ধনে বৃক্ষ বন্ধন’ এবছর এই উৎসবের দ্বিতীয় বছর ও সাথে ‘নন্দনকানন প্রকল্পের’ উদযাপন করলেন বালুরঘাট শহরে |

শিক্ষারত্ন মন্দিরা রায় ওনার বাড়ির ছাদে ছোট্ট একফালি সবুজ ঘেরা পরিবেশ তৈরী করেছেন | তিনি বলেন বর্তমানে এই কংক্রিটের জঙ্গলে অক্সিজেন আর রঙিন ফুল দেখতেই তার এই শখ | এই আর্টিফিশিয়াল শহুরে ব্যস্তজীবনে অনেকখানি সতেজতা এনে দিতে পারে তাপসের এই ‘নন্দনকাকন-প্রকল্প’ |

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *