October 26, 2024

ইনফরমেশন কিয়স্ক চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা রেলের মতো বাসের অগ্রিম সীট বুকিংয়ের জন্য

1 min read

ইনফরমেশন কিয়স্ক চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা রেলের মতো বাসের অগ্রিম সীট বুকিংয়ের জন্য

রেলের মতো বাসের অগ্রিম সীট বুকিংয়ের জন্য ইনফরমেশন কিয়স্ক চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)। এর কিয়স্কের মাধ্যমে যাত্রীরা এক মাস আগে থেকে বাসের আসন বুক করতে পারবেন।পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সিটিসেন্টার বাসস্ট্যান্ডে “ইনফরমেশন কিয়স্ক”এর উদ্বোধন করেন এসবিএসটিসি’র চেয়ারম্যান দীপ্তাংশু চৌধুরী। ।

তিনি বলেন, করোনা আবহে সাধারণ মানুষের সুবিধার্থে এই “ইনফরমেশন কিয়স্ক” তৈরী করা হয়েছে। জেলায় জেলায় বিভিন্ন এলাকায় ৩৮ টি “ইনফরমেশন কিয়স্ক” তৈরী করা হবে।

ভারতীয় রেলের অগ্রিম সিট বুকিং এর মতো এসবিএসটিসি’ বাসের অগ্রিম সিট বুকিং করা যাবে।এই “কিয়স্ক “থেকে সাধারণ মানুষ অনুসন্ধান পাওয়ার পাশাপাশি অগ্রিম টিকিট বুকিং করতে পারবেন।

তিনি আরও জানান, সংক্রমণ রুখতে পূর্ববর্ধমানের শক্তিগড় মিষ্টি হাবের কাছে পিপিই মডেলে একটি সূলভ শৌচালয় তৈরি করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *