October 26, 2024

মালগাঁওয়ে তৃণমূলে ভাঙন,৫০ টি পরিবার তৃণমূল থেকে বিজেপি দলে যোগ দিল-

1 min read

মালগাঁওয়ে তৃণমূলে ভাঙন,৫০ টি পরিবার তৃণমূল থেকে বিজেপি দলে যোগ দিল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)৭ আগস্ট:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূলের দুর্গ মালগাঁও এর পালইবাড়ি গ্রামে তৃণমূল দলে ব্যাপক ভাঙন শুরু।শুক্রবার রাতে উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর হাত ধরে পালই বাড়ি গ্রামের ৫০থেকে ৬০টি তৃণমূল,সিপিআইএম এবং কংগ্রেস পরিবার থেকে গেরুয়া শিবিরে যোগ দিলে ব্যাপক সাড়া পড়ে যায়।

জানা যায় কালিয়াগঞ্জ বিধান সভার অন্তর্গত ১৯ নম্বর পাল ই বাড়ি বুথে এই দলবদলের ঘটনা ঘটে।বিজেপির উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন খুব শীঘ্রই কালিয়াগঞ্জের অনেক প্রথম ও দ্বিতীয় সারির তৃণমূল নেতারা বিজেপি দলে আসার জন্য অপেক্ষা করে আছে।বিশ্বজিৎবাবু বলেন তৃণমূলের কার্যকলাপে মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছে।তাই ভারতীয় জনতা দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ কালিয়াগঞ্জের মাটিতে তৃণমূল,কংগ্রেস এবং সিপিআইএম দল থেকে বিজেপি দলে যোগ দিলেন।এই দল বদলের অনুষ্ঠানে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ,১৯নম্বর পালই বাড়ি মন্ডল বুথ সভাপতি উৎপল রায়,উত্তর দিনাজপুর মহিলা মোর্চার জেলা নেত্রী দোলা মোদক,জেলা বিজেপি নেতা নিমাই কবিরাজ ছাড়া বহু বিজেপির সমর্থকেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *