October 26, 2024

বরুনা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের পদ খারিজ করে নুতন উপ-প্রধান নির্বাচনের দাবিতে বরুনা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের গন অবস্থান ও বিক্ষোভ-

1 min read

বরুনা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের পদ খারিজ করে নুতন উপ-প্রধান নির্বাচনের দাবিতে বরুনা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের গন অবস্থান ও বিক্ষোভ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)৬আগস্ট: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৯ নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের পদ খারিজ করে নুতন উপ-প্রধান নিয়োগের দাবিতে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত অফিসে বিশাল অবস্থান বিক্ষোভ শুরু হয়।সকাল ১১থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্য।তৃণমূল কংগ্রেসের দাবি অবিলম্বে বরুনা গ্রাম পঞ্চায়েতের খুনি বিজেপির উপ-প্রধানের অপসারণ চাই।জানা যায় নির্বাচনের পর থেকে কোন মিটিংয়ে আজ পর্যন্ত উপস্থিত হননি।খবর নিয়ে জানা যায় বিজেপির উপ-প্রধানের বিরুদ্ধে একটা কেসও চলছে।ফলে তিনি গ্রাম পঞ্চায়েতে কোনদিন আসেন না।

সেই কারণেই তৃণমূল কংগ্রেসের দাবি অবিলম্বে নুতন উপ-প্রধান নির্বাচন করতে হবে।বরুনা গ্রাম পঞ্চায়েতে গন্ডগোলের খবর পেয়ে কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস বরুনা গ্রাম পঞ্চায়েতে গিয়ে উপস্থিত হন।যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাসের সাথে তৃণমূল ব্লক কংগ্রেস সভাপতি নিতাই বৈশ্যের নেতৃত্বে দেখা করেন প্রাক্তন পঞ্চায়েত সভাপতি মনীন্দ্র নাথ রায়,খবিরুদ্দিন আহমেদ,হিরন্ময় সরকার(বাপ্পা)।ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস তাদের বক্তব্য শোনার পর তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন তারা প্রশাসনিক স্তরে আলোচনায় মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে পরিমল বাবু জানান।বরুনা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ ও গন অবস্থানকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *