October 26, 2024

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের দাবি তাদের লালা রস পরীক্ষার ব্যবস্থা করা হোক-

1 min read

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের দাবি তাদের লালা রস পরীক্ষার ব্যবস্থা করা হোক-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)৫আগস্ট:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের দাবি তারা যেহেতু সবসময় হাসপাতালের রোগীদের সংস্পর্শে থেকে কাজ করছে তাদের কেন লালা রস পরীক্ষা করে তাদের মনের আতঙ্ক দূর করছেনা স্বাস্থ্য দপ্তর,?

তারা যে সমস্ত রোগীদের নিয়ে প্রতিনিয়ত কাজ করছে তাদের মধ্যে যে করোনা সংক্রমিত রোগী নেই তা কে বলতে পারবে?কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের কর্মীদের বক্তব্য ইতিমধ্যেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের কয়েক জন কর্মীকে করোনায় আক্রান্ত হতে হয়েছে।জানা যায় উত্তর দিনাজপুর স্বাস্থ্য দপ্তরের থেকে নির্দেশ আছে করোনার উপসর্গ যাদের দেখা যাচ্ছে তাদেরই একমাত্র লালা রস পরীক্ষা করা হবে।কিন্তু উপশ্বর্গ বিহীন মানুষদের অনেকেই করোনা আক্রান্ত হচ্ছে।স্বাস্থ্য কর্মী ইউনিয়নের নেত্রী দুলালী সাহা সক প্রশ্নের উত্তরে বলেন আমি শুনেছি আমাদের অনেক স্বাস্থ্য কর্মীরা কাজ করতে গিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।আমি উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ রবীন্দ্র নাথ প্রধানের কাছে দাবি জানাবো যারা আতঙ্ক নিয়ে হাসপাতালে কাজ করছে তাদের অন্তত পক্ষে লালা রস পরীক্ষার ব্যবস্থা করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *