October 26, 2024

গভীর রাতে বিধ্বংসী আগুন বারুইপুরে কাছারি বাজার

1 min read

গভীর রাতে বিধ্বংসী আগুন বারুইপুরে কাছারি বাজার

শান্তনু ব্যানার্জি কলকাতা:– অন্যতম বৃহত্তম বাজার বারুইপুর কাছারি বাজারে সোমবার গভীর রাতে আগুন লাগে। এলাকার মানুষ ওই বাজারের কাপড় পট্টি থেকে প্রথমে ধোয়া ও আগুন দেখতে পায়, মুহূর্তে র মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাজার ছড়িয়ে পড়ে।

সাথে সাথে খবর দেওয়া হয় দমকল দপ্তরে, কিন্তু দমকল আসতে দেরি করায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। প্রায় ১ ঘণ্টা পরে প্রথমে বারুইপুর থেকে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন ,এরপর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আরো ছটি ইঞ্জিন।এলাকার মানুষের সহযোগিতায় দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে নামলেও জল সংকটে তাদের কাজ ব্যাহত হয়। বাজার এলাকার ঘন জনবসতিপূর্ণ হওয়ায় সেখানে কোন শ্যালো পাম্প এর ব্যবস্থা না থাকায় জলের জন্য দমকল কর্মীরা দুশ্চিন্তায় পড়ে। অবশেষে বারুইপুর থানার শ্যালো পাম্প থেকে জল তুলে আগুন নেভাতে থাকে তারা। স্থানীয় কাউন্সিলর গৌতম দাস এর তৎপরতায় কলকাতা থেকে জল নিয়ে আরো একটি ইঞ্জিন আসে ,তবে আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়। স্থানীয় সূত্রে জানা যায় রাত দুটো নাগাদ আগুন দেখতে পায় এলাকার মানুষ। সাথে সাথে এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করলেও চোখের সামনে একশটি র ও বেশি দোকান পুরো ভষ্মিভূত হয়ে যায়।প্রাথমিক তদন্তে দমকলকর্মীদের অনুমান ,ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ই এই আগুন লেগেছে। তবে এই ঘটনায় কাছারি বাজারে কয়েক কোটি টাকার সম্পত্তি ভষ্মিভূত হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রাত দুটো থেকে সকাল পাঁচটা পর্যন্ত দমকলের আটটি ইঞ্জিন ক্রমাগত কাজ করলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *