October 26, 2024

কালিয়াগঞ্জ ব্লক প্রসাশসন ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ও ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সংস্কৃতি দিবস

1 min read

কালিয়াগঞ্জ ব্লক প্রসাশসন ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ও ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সংস্কৃতি দিবস

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)৩আগস্ট: সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাস্প্যায় ও ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের উদ্দ্যোগে কালিয়াগঞ্জ হাট কালিয়াগঞ্জ মোড়ে রাখি বন্ধন দিবসকে মজবুত করতে একটি সাংস্কৃতিক দিবস উদযাপিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ,কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি নিতাই বৈশ্য কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই, তৃণমূল নেতা হিরন্ময় সরকার(বাপ্পা),সহ মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের সদস্যগন।এই দিন রাখিবন্ধন কে সামনে রেখে গ্রামীণ এলাকার মানুষদের সচেতন করতে প্রত্যেককে একটি করে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হয়।বিধায়ক তপন দেবসিংহ বলেন রাখি বন্ধনের মাধ্যমে আমাদের মধ্যে যেমন ভ্রাত্বিত্ব বোধ জাগ্রত হয়েছে তেমনি আজ এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমাদের করোনা বোধকে জাগ্রত করতে পারলে আমরা সমূহ বিপদ থেকে রক্ষা পাবো।তাই গ্রামে গঞ্জের ছোট বড় সবাইকে মাস্ক পড়তেই হবে এবং হাত স্যানেটাইজার দিয়ে প্রতিদিন পরিষ্কার করতে হবে নিজেদের বেঁচে থাকার স্বার্থেই।রাখি বন্ধনের দিনে আজ সবার কাছে আমি এই আবেদন রাখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *