October 26, 2024

ধ্যামজা ফরেস্টকে উন্নতমানের পিকনিক স্পট করার জন্য পর্যটন মন্ত্রী রাজীব ব্যানার্জী প্রতিশ্রুতি দিলেও বাধা হয়ে দাঁড়ালো করোনা

1 min read

ধ্যামজা ফরেস্টকে উন্নতমানের পিকনিক স্পট করার জন্য পর্যটন মন্ত্রী রাজীব ব্যানার্জী প্রতিশ্রুতি দিলেও বাধা হয়ে দাঁড়ালো করোনা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)১আগস্ট:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুরের পার্শ্ববর্তী ধ্যামজা এলাকায় তিনশো একরের বেশি জমি নিয়ে এই দুটি ফরেস্টের অবস্থান।বিগত বামফ্রন্ট সরকারকে এলাকার মানুষ বার বার তদ্বির তদারকি করেও কিছু করতে পারেনি।বামফ্রন্ট সরকার যাবার পর মা-মাটি-মানুষের সরকারের কাছেও বিভিন্ন ভাবে আবেদন নিবেদন করাহয় এই ফরেস্টে যদি একটি পর্যটন কেন্দ্র করা হয় তাহলে ধ্যামজা এলাকার যেমন উন্নতি হবে তেমনি এই পর্যটন কেন্দ্রকে ঘিরে এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটতে পারে।কিন্তূ কেও কথা শোনেনি ফতেপুর ও ধ্যামজার এলাকার মানুষদের।

এর পর কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক অধ্যাপক প্রমথ নাথ রাযের মৃত্যু হবার ফলে উপনির্বাচনের একটি সুযোগ আসে।কালিয়াগঞ্জ বিধান সভা আসনটি হয় কংগ্রেস না হয় বামফ্রন্ট এত দিন পেয়ে আসতো।তৃণমূল কোন দিনও এই এলাকা থেকে বিধান সভায় জয়ী হতে পারেনি।জয়ী হবার কোন রকম সম্ভাবনা কোন দিক দিয়েই ছিলনা।তার উপর ২০১৯সালে ব্যাপক ভোটে গেরুয়া শিবিরের প্রার্থী দেবশ্রী চৌধরী জয়ী হয় তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালালকে হারিয়ে।কালিয়াগঞ্জ বিধানসভা আসনের উপ নির্বাচনে রাজ্যের বন দপ্তরের মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় তার বক্তব্যে সমস্ত এলাকায় একই কথা বলেছিলেন আমাদের তৃণমূল দলের প্রার্থীদের আপনারা কোনদিন ভোট দিয়ে বিধান সভায় পাঠান নি।নিশ্চয় তার পেছনে কোন যুক্তি ছিল।আগের নির্বাচনে আমাদের তৃণমূল দলকে ভোট দেন নি ঠিক আছে।কিন্তু এবারের বিধান সভার উপ নির্বাচন আমাদের তৃণমূল প্রার্থী তপন দেব সিংহকে অনন্ত এই কয়েকটা মাসের জন্য জয়ী করুন।আপনাদের কাছে ভিক্ষা চাইছি।তৃণমূলের প্রার্থী তপন দেব সিংহকে জয়ী করলে সুদ সমেত ফিরিয়ে দেব আপনারা আমাকে বিশ্বাস করুন।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের করুন আবেদনে সারা দিয়ে এই এলাকার মানুষ সত্যি সত্যিই তার কথায় বিশ্বাস করে তৃণমূলের বিধায়ক তপন দেব সিংহকে জয়ী করে অবাক করে দিয়েছিল।তপন দেব সিংহ বিধায়ক হবার পরেই রাজীব বন্দোপাধ্যায় তার সম্বর্ধনা সভায় এসে ঐ দিন তিনি এবং তার দপ্তরের আধিকারিকদের নিয়ে ধ্যামজা ফরেস্টে চলে গিয়ে সমস্ত কিছু দেখে শুনে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ধ্যামজা ফরেস্টকে অত্যাধুমিক একটি পিকনিক স্পটের সাথে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।রাজীব বাবু বলেন এর জন্য প্রাথমিক ভাবে ব্যায় হবে এক কোটি টাকা।এই ঘোষণায় ফতেপুর ও ধ্যামজার কয়েক হাজার সাধারণ মানুষ ভীষন খুশি হলেও লকডাউনের কারনে কোন কাজ শুরু করা যায়নি।ফতেপুর এলাকার সমাজসেবী কুলেন রায় বলেন আমরা অনেকদিন ধরেই চেষ্টা করে আসছি ধ্যামজা ফরেস্টকে পর্যটন কেন্দ্র করার জন্য।এতদিন পর এবার আমাদের এই পিছিয়ে পড়া বন্ধ এলাকার উন্নয়ন নিয়ে মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিল তা উনি পালন করেছে।এই এলাকায় একটি পর্যটন কেন্দ্র করা হলে ফতেপুর-ধ্যামজার আমূল পরিবর্তন ঘটে যাবে বলে কুলেন রায় মনে করেন।কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ শনিবার জানান লকডাউন শেষ হলেই পর্যটন কেন্দ্রের কাজ শুরু হয়ে যাবে।এই এলাকার উন্নয়নে এই কাজটি শেষ হলে এলাকার আমূল পরিবর্তন ঘটবে বলেই বিধায়ক তপন দেবসিংহ মনে করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *