October 26, 2024

কর্মাধ্যক্ষের বাড়িতে নামাজ আদায়।

1 min read

কর্মাধ্যক্ষের বাড়িতে নামাজ আদায়।

মালদা- করোনা ভাইরাসের সংক্রমনের জেরে জারি হয়েছে বিধিনিষেধ। ছাপ পড়েছে উৎসব অনুষ্ঠানে। ব্যতিক্রম নয় ঈদের নামাজ ও। তাই এবার মালদহের হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন এলাকাতে বাড়িতে ঈদের নামাজ হলো। জেলা পরিষদ শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষের মর্জিনা খাতুন বাড়িতে নামাজ আদায় করেন পরিবারের সঙ্গে।মালদহ জেলা পরিষদের নারী শিশু উন্নয়ন ও ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন এর পরিবার হরিশ্চন্দ্রপুর থানার বাংরুয়া গ্রামে করোনা অবহে সমজিক দূরত্ব বজায় রেখে ঈদগাহে নয় নিজ বাড়িতেই পরিবারের সকলে মিলে ঈদ উল আযহা নামাজ পাঠ করলেন।

মর্জিনা খাতুন জানালেন পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ কে মান্যতা দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আমার স্বামী নামাজের ইমামতি করেন। সাথে পরিবারের সবাই নামাজ পাঠ করেন। তবে প্রত্যেক গ্রামে একটা জামাত হত একসঙ্গে নামাজ পড়ার অনুভূতি আলাদাই। নামাজ শেষে আলিঙ্গন করা ও আনন্দ উপভোগ করা হতো কিন্তু বর্তমানে করোনা দূরীকরণ করার লক্ষ্যে ছোট ছোট জামাত করে হরিশ্চন্দ্রপুর থানার প্রতিটা গ্রামের মানুষ পবিত্র ঈদ উল আজহার নামাজ পাঠ করলেন। এবং একে অপরে খুশির জোয়ারে ভেসে উঠলেন।এদিন মর্জিনা খাতুন সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *