October 26, 2024

জেলা শাসকের বিশেষ নির্দেশে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের নার্সারিতে গোলমরিচ উৎপাদনে পাইলট প্রজেক্টের কাজ শুরু

1 min read

জেলা শাসকের বিশেষ নির্দেশে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের নার্সারিতে গোলমরিচ উৎপাদনে পাইলট প্রজেক্টের কাজ শুরু

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)৩১জুলাই:রাজ্য সরকারের ১০০ দিনের কাজে বিগত তিন বছর পর পর কালিয়াগঞ্জ ব্লক ও পঞ্চায়েত সমিতি জেলার মধ্যে প্রথম পুরস্কার ছিনিয়ে আনে।সেই কারণে এবার উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমারের বিশেষ নির্দেশে এবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নিজস্ব নার্সারিতে ও এন আর ই জি সি প্রকল্পের মাধ্যমে ৮৪লক্ষ৫০হাজার টাকা ব্যয়ে একটি অভিনব গোলমরিচের পাইলট প্রজেক্টের কাজ শুরু করে দেওয়া হয়।যেখানে সুপারি,কাষ্ঠ জাতীয় গাছের সাথে সাথে গোলমরিচের চাষ শুরু করা হয়।এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন গোলমরিচের পাইলট প্রজেক্ট সমগ্র উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম।কালিয়াগঞ্জপঞ্চায়েত সমিতির এই বৃহৎ নার্সারির মাধ্যমে আমরা যেমন প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবো অন্যদিকে প্রাকৃতিক সম্পদ তৈরী করতে আমরা সক্ষম হব।

কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা এক প্রশ্নের উত্তরে বলেন আমাদের পঞ্চায়েত সমিতির নার্সারি থেকে এই চারা গাছ গুলি কালিয়াগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত সামান্য মূল্যে আমাদের এখান থেকে পেয়ে তারা গ্রাম পঞ্চায়েত গুলিতে বনমহোৎসবের মাধ্যমে প্রতিটি গ্রাম পঞ্চায়েত নিজস্ব সম্পদ তৈরী করতে সমর্থ হবে বলে তিনি মনে করেন।কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক নির্মল দাস বলেন কালিয়াগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতির নার্সারিতে শুধু সুপারি গাছ বা বনজ কাষ্ঠ গাছের চারাই তৈরী করা হচ্ছেনা।এবার উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমারের নির্দেশে উত্তর দিনাজপুর জেলার মধ্যে কালিয়াগঞ্জ ব্লককে পাইলট প্রজেক্ট হিসাবে গোলমরিচের চাষ করবার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।এর ফলে একদিকে যেমন জবকার্ডধারীরা গোলমরিচের খেতে কাজ করতে পারবে অন্যদিকে গোলমরিচ বিক্রি করে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি হবে বলে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস মনে করেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *