October 26, 2024

দুর্গার আরাধনার পরিবর্তে এবার করোনার আরাধনা জরুরী

1 min read

দুর্গার আরাধনার পরিবর্তে এবার করোনার আরাধনা জরুরী

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)২৯শে জুলাই:বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা।আমরা সবাই জানি বাঙ্গালীদের এই শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ নানান ভাবে যুক্ত হয়ে রোজগার করে থাকে।যে মানুষের আনন্দের জন্য যে মানুষদের আকর্ষণ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সব দর্শনীয় কাজ কয়েকমাস আগে থেকে করে থাকে,কিন্তু আজকে সেই পরিবেশ করোনা সংক্রামন কেড়ে নিয়েছে।আজ রাজ্য জুড়ে চলছে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে মৃত্তুর খবর পাচ্ছি,পাচ্ছি করোনা সংক্রমনের আক্রান্ত হবার খবর।

প্রত্যেকেই আমরা চরম আতঙ্কিত প্রতিদিন করণাকে নিয়ে।এই করোনা আতঙ্ক নিয়ে কে দেখবে দুর্গাপূজা?কোন পরিবার এবার অন্তত পক্ষে শান্তির আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে মনে আতঙ্ক নিয়ে পূজা দেখতে বেরহবে কেউ বলতে পারবে?আসলে কারো মনে শান্তি নেই এই মুহূর্তে,সবার মনে শুধু একটাই জিনিষ আছে তা শুধুই আতঙ্ক আর আতঙ্ক।তা ছাড়া যে দেবীর পূজার আরাধনায় আমরা বছর বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে আনন্দে মেতে থাকি সেই দশভুজা মা থাকতে আমাদের আজ এই হাল কেন?তিনি এই মুহূর্তে আমাদের পাশে নেই কেন?আমরা কিছু কিছু মানুষ না হয় এই সমাজে নানান ধরনের অসামাজিক কাজের সাথে যুক্ত হয়ে সমাজের চরম ক্ষতি করছি ঠিকই।কিন্তু তাই বলে একের পাপে দশের ক্ষতি কেন হবে?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *