October 26, 2024

কালিয়াগঞ্জে মাস্ক না পড়ায় ১৮জন মোটর বাইক চালককে পুলিশের জরিমানা-

1 min read

কালিয়াগঞ্জে মাস্ক না পড়ায় ১৮জন মোটর বাইক চালককে পুলিশের জরিমানা-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর),২৮জুলাই:কিছু কিছু শিক্ষিত অসচেতন মানুষদের কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পড়ার আবেদন করেও পুলিশ ধরেই নিয়েছে এই সব শিক্ষিত ব্যক্তি আর সচেতন হবেনা।বুধবার সারাদিন পূর্ণাঙ্গ লকডাউনের কারনে বুধবার কালিয়াগঞ্জ থানার ট্র্যাফিক ওসি দিনাসাং শেরপার নেতৃত্বে ও এস আই প্রতাপ মিশ্রের সহযোগিতায় কালিয়াগঞ্জ পুলিশ ১৮ জন বাইক চালককে মাস্ক না পড়ার অপরাধে ফাইন করা হয়।

বুধবার লকডাউন হবার মঙ্গলবার বাজার,ব্যাঙ্ক সর্বত্রই ছিল লকডাউনের বাজার।হাজার প্রচার করেও এদেরকে মাস্ক পড়ানো যায়নি।তাই পুলিশ সরকারি আইনকে মান্যতা না দেবার কারনে ১৮জনের ফাইন করা হয়েছে বলে কালিয়াগঞ্জ থানা সূত্রে জানা যায়।জানা যায় মঙ্গলবার উপচে পড়া ভিড়ের মধ্যে ছিলনা কোন মানুষে মানুষে দূরত্বের ব্যবধান ও তার সাথে অবশ্যই ছিলনা শুধু ১৮ জনই নয় অনেকের মুখেই ছিলনা মাস্ক।পুলিশের ধারণ এরা ফাইন বা হাজতেও যেতে রাজি তবু এই সব ব্যক্তিরা স্বইচ্ছায় সরকারি আইনকে লঙ্ঘন করতে পিছপা হবেনা।তাই আগামী কালের লকডাউনে এই সমস্ত ব্যক্তিদের জন্য আরো কিছু হেভি ডোজের দাওয়াই অপেক্ষা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *