October 26, 2024

মাত্র দু সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণে হাজার ছাড়িয়ে গেল দক্ষিণ দিনাজপুর

1 min read

মাত্র দু সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণে হাজার ছাড়িয়ে গেল দক্ষিণ দিনাজপুর

বালুরঘাটঃ মাত্র দু সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণে হাজার ছাড়িয়ে গেল দক্ষিণ দিনাজপুর। সোমবার নতুন করে আরও ২৮ জন সংক্রমিত হতেই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে হল ১০১০ জন। এরমধ্যে সংক্রমিতের নিরিখে এ জেলার বাকি দুই শহর ও ব্লকগুলিকে টেক্কা দিয়ে এগিয়ে চলেছে বালুরঘাট শহর। এদিন অবধি জেলার সদর শহর বালুরঘাটে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জন।

\জেলা স্বাস্হ্য দফতর সূত্রে জানা গিয়েছে গত ১১ জুলাই দক্ষিণ দিনাজপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩০১ জন। সোমবার নিমেষে সংক্রমিতের সংখ্যা হাজার পেরিয়ে গেল। দ্রুত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণ হিসেবে শহরবাসীর অচেতনতাকে দায়ী করেছে স্বাস্হ্য দফতর। এদিন মালদহের ল্যাব থেকে ওই ২৮ জনের পজিটিভ রিপোর্ট থেকে দেখা গিয়েছে বালুরঘাট শহরে ২ জন, বংশীহারিতে ৯ জন, কুমারগঞ্জে ৬ জন, কুশমণ্ডিতে ৩ জন, গঙ্গারামপুরে ৬ জন, তপন এবং হরিরামপুর ব্লকে ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সেফ হাউজে আনা হচ্ছে বলে স্বাস্হ্য দফতর জানিয়েছে।

 

1 thought on “মাত্র দু সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণে হাজার ছাড়িয়ে গেল দক্ষিণ দিনাজপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *