October 26, 2024

রায়গঞ্জ পৌর সভার সাফাই কর্মীদের করোনা যুদ্ধে প্রথম সারিতে কাজ করার জন্য অভিনন্দন জানালেন পুলিশসুপার সুমিত কুমার-

1 min read

রায়গঞ্জ পৌর সভার সাফাই কর্মীদের করোনা যুদ্ধে প্রথম সারিতে কাজ করার জন্য অভিনন্দন জানালেন পুলিশসুপার সুমিত কুমার

(রায়গঞ্জ) শনিবার দুপুরে লকডাউন সফল করতে রায়গঞ্জ শহরের রাজপথে পুলিশ বাহিনীর রুটমার্চে অংশ গ্রহন করেন পুলিশসুপার সুমিত কুমার।সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশসুপার অনুপম সিং, ডিএসপি (ডিইবি) প্রসাদ প্রধান ও রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা।

এই রুটমার্চের পথে রায়গঞ্জ শহরের রাজপথের পাশে জঞ্জাল তোলার কাজে যুক্ত পুরসভার সাফাই কর্মীদের দেখে এগিয়ে যান পুলিশসুপার।কোভিড-১৯ পরিস্থিতির মাঝে নিজেদের কর্তব্যে অটল রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীদের হাততালি দিয়ে অভিনন্দন জানালেন পুলিশসুপার সুমিত কুমার এবং অতিরিক্ত পুলিশসুপার অনুপম সিং সহ সকল পুলিশ কর্মীরা। লকডাউন ভাঙার অপরাধে এদিন দুপুর পর্যন্ত রায়গঞ্জ থানার পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে।

জানালেন পুলিশসুপার সুমিত কুমার। শনিবার দুপুরে লকডাউন সফল করতে রায়গঞ্জ শহরের রাজপথে পুলিশ বাহিনীর রুটমার্চে অংশ গ্রহন করেন পুলিশসুপার সুমিত কুমার।সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশসুপার অনুপম সিং, ডিএসপি (ডিইবি) প্রসাদ প্রধান ও রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা। এই রুটমার্চের পথে রায়গঞ্জ শহরের রাজপথের পাশে জঞ্জাল তোলার কাজে যুক্ত পুরসভার সাফাই কর্মীদের দেখে এগিয়ে তাদের অভিনন্দন জানান পুলিশ সুপার সুমিত কুমার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *