October 26, 2024

করনদীঘি ব্লকে ভুট্টার ন্যায্য মূল্যের দাবিতে ভুট্টা চাষিদের বিক্ষোভ

1 min read

করনদীঘি ব্লকে ভুট্টার ন্যায্য মূল্যের দাবিতে ভুট্টা চাষিদের বিক্ষোভ

প্রদীপ সিনহা:উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিডিও অফিসে স্বরাজ ইন্ডিয়া সংগঠনের করনদীঘি ইউনিটের পক্ষ থেকে সরকার ঘোষিত ১৭৬০ টাকা দরে ভুট্টার ন্যায্য মূল্যের দাবিতে চাষিরা বিক্ষোভ দেখান বুধবার।স্বরাজ ইন্ডিয়া জয় কিষান সংগঠনের করনদীঘি ব্লক ইউনিটের সভাপতি শম্ভুলাল মাহাতো বলেন ধানের ও পাটের ন্যায্য মূল্য যদি কৃষকরা পেতে পারে তাহলে ভূট্টা চাষিরা কেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে?

কেন তারা সরকারের নির্ধারিত মূল্য ভুট্টা বিক্রি করে পাবেনা?তাদের দাবি করণদিঘী ব্লকের ভুট্টা চাষিরা ভুট্টা বিক্রি করে সঠিক মূল্য পাচ্ছেন না।ভুট্টার ন্যায্য মূল্য অবিলম্বে কৃষকদের দেবার ব্যবস্থা না করলে জেলা জুড়ে ভুট্টা চাষীরা ব্যাপক আন্দোলনে যেতে বাধ্য হবে।

সরকারী নিধারিত দাম ভুট্টা চাষীরা পায় তার জন্যই করনদীঘি ব্লকের বিডিওর কাছে তারা ডেপুটেশন দেন।বিডিও তাদের ডেপুটেশন গ্রহণ করেন এবং ডেপুটেশনটি উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *