October 25, 2024

রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির উদ্দ্যোগে বৃক্ষরোপণ অভিযান-

1 min read

রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির উদ্দ্যোগে বৃক্ষরোপণ অভিযান-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)১৮,জুলাই:শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ১০ নং মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের টেনহরি গ্রামের ২০ জন কৃষককে আকাশমণি, মেহগনি ও সুপারি মিলিয়ে ৩০০ চারাগাছ বিতরণ করা হয়। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।

এই অভিযানের মাধ্যমে গ্রামীন কৃষকদের মধ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ করে বৃক্ষরোপণে উৎসাহি করে কষকের ঘরে কৃষি সম্পদ গরে তোলার সাথে সাথে পরিবেশ দুষন রোধ করা সমিতির মল উদ্দেশ্য।২০২০ সালে সমিতির পক্ষ থেকে ৫০০০ গাছ লাগানোর লক্ষমাত্রা রাখা হয়েছে

বলে রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সম্পাদক শ্যামা পদ রায়।বৃক্ষরোপণ নিয়ে কৃষকদের উৎসাহি করতে সমিতির স্লোগান -1)একটি গাছ হাজার প্রাণ  প্রাণ বাচাতে গাছ লাগান।2)দেশের বায় দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাটি।3)কৃষকের হবে দারিদ্র মোচন যদি করে বৃক্ষ রোপণ।4)গাছ লাগিয়ে ভরবো গ্রামতৈরী করবো সুখের ধাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *