October 23, 2024

কালিয়াগঞ্জ ব্লকে উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য মেধা তালিকায় রাজ্যে তৃতীয় ও ষষ্ঠ স্থানাধিকারী দুই ছাত্রীকে বিধায়কের সম্বর্ধনা-

1 min read

কালিয়াগঞ্জ ব্লকে উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য মেধা তালিকায় রাজ্যে তৃতীয় ও ষষ্ঠ স্থানাধিকারী দুই ছাত্রীকে বিধায়কের সম্বর্ধনা-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)১৮জুলাই: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে সম্ভবত এই প্রথম একসাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুই ছাত্রী সম্ভাব্য মেধা তালিকায় জায়গা করে নেওয়ায় গতকাল ফলাফল বের হবার সাথে সাথে তরঙ্গপুর ও বরুনার মেহেন্দি পাড়ায় দেখা যায় উৎসবের মেজাজ।শনিবার কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ উচ্চ মাধ্যমিকে এবারের সম্ভাব্য মেধা তালিকায়

৪৯৭ পেয়ে তরঙ্গ পুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মীরা দেবশর্মা রাজ্যে তৃতীয় এবং ৪৯৪ পেয়ে বরুনা প্রাণ প্রিয় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রাজ্যে ষষ্ঠ স্থানের অধিকারিণী গৌতমি পাহানকে তাদের বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানিয়ে এলেন। বিধায়ক তপন দেব সিংহ বলেন মনের সাহস ও কঠোর পরিশ্রমের ফসল এরা দুজন ঘরে তুলতে পেরেছে।দারিদ্রতা কোন বাধা হয়ে দাঁড়ায় না যে কোন ভালো কাজে।

এই দুই ছাত্রীকে তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির পক্ষে সম্বর্ধনা জানায় শিক্ষক নেতা মঃ ইজাবুল হক। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,তৃণমূল নেতা হিরন্ময় সরকার(বাপ্পা) সহ অনেকে।সম্বর্ধনার উত্তরে দুই ছাত্রী মীরা ও গৌতমি বলে আমাদের ভালো ফল করার দায়িত্ব ও উৎসাহ অনেক বেড়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *