October 24, 2024

উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে মঙ্গলবার বনমহোৎসবের সূচনা উৎসাহ উদ্দীপনাকে সাথী করে

1 min read

উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে মঙ্গলবার বনমহোৎসবের সূচনা উৎসাহ উদ্দীপনাকে সাথী করে

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)১৪জুলাই:ব্যাপক উৎসাহ উদ্দীপনাকে সঙ্গী করে উত্তর দিনাজপুরকে সবুজায়ন করতে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসন বনহোৎসবে সামিল হলেন।মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের কর্নজোড়ায় অবস্থিত অডিটোরিয়ামে বন মহোৎসবের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন।

উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার,রায়গঞ্জের মহকুমা শাসক অর্ঘ্য ঘোষ,মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্র নাথ প্রধানজেলা পরিষধের কর্মাধক্ষ পূর্ণেন্দু দে সহ জেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগন।জেলা শাসক প্রতিবছর আমরা ১৪–২০জুলাই বনমহোৎসব পালন করে থাকি।আপনারা সবাই জানেন করোনা ভাইরাসের কারনে বিশ্বের সবাই ব্যস্ত।

 

পরিবেশ দূষণের হাত থেকে রেহাই পেতে আমাদের সবাইকে নিজের পুত্র সম ভালো বাসা দিয়ে গাছকে বড় করে তুলতে হবে।গাছ লাগালেই সব দায়িত্ব পালন শেষ হয়ে যায়না।তাই অতি যত্ন সহকারে আমাদের প্রচুর গাছ লাগাতেই হবে বলে জেলা শাসক বলেন।অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় একটি গাছের ভূমিকা কি এই বিষয়ের উপর মনোজ্ঞ আলোচনা হয়।পরে জেলা প্রসাশনের অডিটোরিয়ামের পার্শ্ববর্তী মাঠে উপস্থিত প্রত্যেকেই একটি করে গাছ লাগান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *