October 26, 2024

কেন্দ্রীয় সরকারের রেল বেসরকারী করনের সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কালিয়াগঞ্জ রেল স্টেশনে

1 min read

কেন্দ্রীয় সরকারের রেল বেসরকারী করনের সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কালিয়াগঞ্জ রেল স্টেশনে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)–কেন্দ্রীয় সরকারের রেল বেসরকারী করনের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনে তৃণমূলের ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।সপ্তাহব্যাপী এই আন্দোলন কর্মসূচী সামনে রেখে এদিন বেলা ১১ টায় কালিয়াগঞ্জ রেল স্টেশনে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করলো ব্লক ও শহর তৃনমূল।কালিয়াগঞ্জের তৃনমূল বিধায়ক তপন দেবসিংহ, ব্লক ও শহর তৃনমূল সভাপতি নিতাই বৈশ্য এবং শহর তৃণমূল সভাপতি কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ চলে।বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহন করেন বসন্ত রায়, ঈশ্বর রজক, দিলীপ কুন্ডু, চন্দন ঘোষ, প্রকাশ কুন্ডু, স্বপন ব্রহ্ম, যুবনেতা প্রদীপ বোস, পিন্টু মোদক ও অমিত দেবগুপ্ত ও ছাত্রনেতা বঙ্কিম সরকার।

এদিন কালিয়াগঞ্জ ব্লক ও শহর তৃনমূলের ডাকে অবস্থান বিক্ষোভ মঞ্চে নরেন্দ্র মোদি সরকারের রেল বেসরকারিকরণের তীব্র বিরোধিতা করে বক্তব্য রাখেন কালিয়াগঞ্জের তৃণমূলের বিধায়ক তপন দেবসিংহ।তিনি কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করে বলেন দেশের এমন দুর্দিন এর আগে কোন দিন আসেনি।এই সরকার এমন আচ্ছা দিন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সরকারকে এবার দেশের ট্রেনকেও পর্যন্ত বেসরকারী করন করতে হচ্ছ।যা ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম।আমাদের তৃণমূল দল এর তীব্র বিরোধিতা করছে।কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক চন্দ্র পাল বলেন এই সরকার যেমন দেশে করোনা মোকাবিলায় সবদিক দিয়ে ব্যার্থ তেমনি প্রতিদিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ঘটিয়ে দ্রব্যমূল্য লাগামছাড়া করে দেশের মানুষদের বিপদের দিকে নিয়ে যাচ্ছে। ২০২১ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সোমবার ৬ জুলাই থেকে কেন্দ্রের বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী আন্দোলন শুরু করেছে তৃনমূল। এদিন সেই আন্দোলনের ছিল দ্বিতীয়দিন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *