October 25, 2024

কালিয়াগঞ্জ পৌরসভার বিশেষ পরিষেবা পেতে চলছে ১৭ টি ওয়ার্ডের মানুষ। সৌজন্যে প্রশাসক কার্তিক চন্দ্র পাল।

1 min read

কালিয়াগঞ্জ পৌরসভার বিশেষ পরিষেবা পেতে চলছে ১৭ টি ওয়ার্ডের মানুষ। সৌজন্যে প্রশাসক কার্তিক চন্দ্র পাল।

তনময় চক্রবর্তী।আপনি কি ভাবছেন মেয়াদ উত্তীর্ণ কালিয়াগঞ্জ পৌরসভার বর্তমান প্রসাশক কার্তিক চন্দ্র পাল এর কাছে আপনার সমস্যা জানাবেন কি করে ? কারণ এখন তো ওয়ার্ডে ওয়ার্ডে আর নেই কোন কাউন্সিলর। সত্যি তো ভাবনার বিষয় এটি। কি করে পৌরসভায় আপনি সমস্যা জানাবেন আপনার।একটি ওয়ার্ডের নাগরিকদের নানান ধরনের সমস্যা থাকতেই পারে।সেটা নিকাশি ব্যবস্থা হতে পারে যেমন তেমন হতে পারে পানীয় জলের সমস্যা, কোথাও আবার হতে পারে রাস্তাঘাটের সমস্যা।তবে একদম ভাববেন না।এবার আপনাদের 

 

মস্যার সমাধান করতে অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাষক কার্তিক চন্দ্র পাল। যা আপনাকে দুশ্চিন্তার হাত থেকে যথেষ্ট মুক্ত করবে। শুধু নয়, আপনার সমস্যা কথা এবার আপনি পৌরসভায় না গিয়েও সমাধান করে নিতে পারবেন নিমেষের মধ্যে। যা গল্প হলেও সত্যি। একেবারেই বাস্তব ঘটনা। 

                 একনজরে সেই বাহিনীতে কারা কারা রয়েছে একবার দেখে নিন কোন কোন ওয়ার্ডে।

কালিয়াগঞ্জ পৌরসভা প্রশাসক কার্তিক চন্দ্র পাল শহরের নাগরিকদের সুষ্ঠু পৌর পরিষেবা দিতে এবার তৈরি করে ফেললেন কালিয়াগঞ্জ শহরের ১৭ টি ওয়ার্ডে ডেমি কাউন্সিলর বাহিনী। যে বাহিনী আপনার সমস্যার কথা শুনে তৎক্ষণাৎ পৌর প্রশাসক কে জানাবেন আর নিমিষের মধ্যে

সেই প্রশাসক আপনার সমস্যা সমাধান করে দিবেন দ্রুততার  সাথে। এক সাক্ষাৎকারে প্রশাসক কার্তিক চন্দ্র পাল বলেন, কালিয়াগঞ্জ শহরের ১৭ টি ওয়ার্ডে দুইজন করে ডেমি অবজারভার কাউন্সিলর বাহিনী তৈরি করে দেওয়া হয়েছে। যে বাহিনীকে এলাকার কোন মানুষ কোন সমস্যার খবর জানালে তৎক্ষণাৎ সেই সমস্যা পৌরসভা দ্রুততার সাথে সমাধান করবে।এবার আপনি ভাবছেন সেই বাহিনীতে কারা কারা রয়েছে কোন কোন ওয়ার্ডে? কোন চিন্তা করবেন না একনজরে সেই বাহিনীতে কারা কারা রয়েছে একবার দেখে নিন কোন কোন ওয়ার্ডে।   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *