October 25, 2024

কালিয়াগঞ্জ কুনোর সি এন সি পি হোম থেকে পালিয়ে যাওয়া তিন আবাসিক উদ্ধার-

1 min read

কালিয়াগঞ্জ কুনোর সি এন সি পি হোম থেকে পালিয়ে যাওয়া তিন আবাসিক উদ্ধার-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর),৪ জুলাই: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কুনোর সি এন সি পি আবাসিক হোম থেকে শুক্রবার যে তিন জন আবাসিক পালিয়ে গিয়েছিল তাদেরকে শনিবার উদ্ধার করা হয় ইটাহার থেকে।কুনোর সিএনসিপির সুপার বলেন এই তিন জন আবাসিক সকালে ইটাহারের একটি চায়ের দোকানে গেলে চায়ের দোকানের মালিক তাদের কথাবার্তা

 

শুনে সন্দেহ প্রকাশ করে।এরপর তিনটি ছেলেকেই জিজ্ঞাসা বাদের পর তাদের কাছ থেকে সত্যি কথা বেরিয়ে আসে।দোকানের মালিক ইটাহার থানায় জানিয়ে দিলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।ইটাহার থানা পরবর্তীতে কুনোর সি এন পি সির সুপার কে ছেলে তিনটির ছবি পাঠিয়ে দিয়ে বলে এই ছেলেগুলি আপনার হোমের হলে আপনি তাদের নিয়ে যান।ইটাহার থানার আই সি র ফোন পেয়েই তৎক্ষণাৎ সুপার তপন মাইতি সহ দুজন কর্মী ইটাহার থানায় গিয়ে আবাসিক ছেলেদের কুনোর হোমে ফিরিয়ে আনে।গত শুক্রবার কুনোর হোম থেকে তিন জন আবাসিক হটাৎ করে পালিয়ে যায়।শুরু হয় খোঁজাখুঁজি।সারা কুনোরে তিন কিশোর পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য পরে যায়। হোমের সুপার তপন মাইতি বলেন উদ্ধার হওয়া তিন আবাসীকের নাম গোপাল সরকার(১৪)বাড়ি ইসলামপুর,শিবা হালদার(১৩),বাড়ি ইটাহার এবং অমিত পাসওয়ান(১০),বাড়ি রায়গঞ্জ।মোট১৬জন শিশু এই হোমে থাকে।কুনোর সি এন সি পির সুপার তপন মাইতি বলেন এই হোমে যারা থাকে তাদের লিখাপরা,খেলাধুলা,গান বাজনার সব রকম আয়োজন আছে।খাওয়াদাওয়ার নেই কোন রকম অসুবিধা।এসব স্বত্বেও কেন এইভাবে ছেলেগুলি পালিয়ে যাবার চিন্তা ভাবনা মাথায় আনলো আমাদের তার তদন্ত করে সত্যটা উদঘাটন করতে হবে বলে তপন মাইতি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *