October 25, 2024

সামাজিক দূরত্ববিধি মেনেই প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ক্রীড়া প্রশিক্ষণ-

1 min read

সামাজিক দূরত্ববিধি মেনেই প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ক্রীড়া প্রশিক্ষণ-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর),২৮ জুন: শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ উত্তর চক্রের অন্তর্গত লক্ষণীয়া প্রাথমিক বিদ্যালয় পার্শ্বস্থ ফুটবল মাঠে অনুষ্ঠিত হল শিশু ক্রীড়া প্রতিভাদের প্রশিক্ষণ শিবির। ছোট ছোট শিশু প্রতিভাদের ক্রীড়া ক্ষেত্রে উৎসাহ ধরে রাখবার উদ্দেশ্যেই মোট ৮৭ টি স্কুলের বাছাই করা ৪০ জন ছাত্রছাত্রী

এদিনের কর্মসূচীতে অংশ নেয়।এই সমস্ত ছাত্রছাত্রীদের ক্রীড়া বিষয়ে প্রশিক্ষণ দেবার পাশাপাশি বল, স্কিপিং দড়ি, খাতা, কলম তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৪০জন ছাত্র ছাত্রীদের হাতে। গত বছর উত্তর দিনাজপুর জেলা ক্রীড়াক্ষেত্রে রাজ্যস্তরে তৃতীয় স্থান অধিকার করেছিল। দীর্ঘ লকডাউনের কারনে বিদ্যালয় বন্ধ থাকার জন্য সেই প্রতিভাগুলি যাতে হারিয়ে না যায়।

 

সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যগন।সেই অনুযায়ী গতবছরের ক্রীড়ানুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ডেকে থার্মাল স্ক্রিনিং করে চলে এই প্রশিক্ষণ শিবির।এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক কুমার ভক্ত, বিদ্যালয় পরিদর্শক কল্যানি ওঁরাও, তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি গৌরাঙ্গ চৌহান, জেলার দুই প্রশিক্ষক রামলাল মাহাতো ও গৌতম ভদ্র।এরা ছাড়াও উপস্থিত ছিলেন নিখিল বর্মন, সঞ্জয় বর্মন, সীমা ব্যানার্জী, অমিত ঠাকুর, রবি মুর্মু, রমজান আলি, অরুন উপাধ্যায়, নিবারুন দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাবৃন্দ।জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক কুমার ভক্ত বলেন, ” বিদ্যালয় বন্ধ থাকলেও ছাত্রছাত্রীরা যাতে বাড়ির আশেপাশের মাঠে ১০০ মিটার, ২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, আলুদৌড় ইত্যাদি খেলার অনুশীলন বন্ধ না রেখে চালিয়ে যায় তার উৎসাহ দিতেই এই আয়োজন।”ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন লকডাউনের জেরে কবে রাজ্যে কবে বিদ্যালয় গুলি চালু হয়ে পড়াশোনার পরিবেশ আবার শুরু হবে তা কেউ বলতে পারবেনা।কিন্তূ তাই বলে সব কিছু একেবারে বন্ধ থাকবে এটাও ঠিক নয়।তাই আমরা ঠিক করেছি খেলাধুলার ক্ষেত্রে যারা এগিয়ে আছে তাদের নিয়ে অনন্ত অনুশীলন পর্ব সুযোগ সুবিধামত চালিয়ে যেতে হবে।নচেৎ এই সমস্ত ছেলেমেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে তিনি মনে করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *