January 13, 2025

অভিনব কায়দায় প্রতারনার ফাঁদের জাল বিছিয়ে রাজ করছে কিংবদন্তি অনুপম।

1 min read

অভিনব কায়দায় প্রতারনার ফাঁদের জাল বিছিয়ে রাজ করছে কিংবদন্তি অনুপম।

জয়ন্ত বোস, কালিয়াগঞ্জ।করোনা ভাইরাসের সংক্রমণের ছোবলে যখন সকলে দ্বিধাগ্রস্ত, আতঙ্কিত ঠিক সেই সময় প্রতারনার ফাঁদ পেতে প্রতারিত করছে কিংবদন্তি ২৮-৩০ বছরের যুব নায়ক অনুপম বোস। বর্তমানে আস্তানা গেড়েছে শিলিগুড়ির সন্নিকটে বাগডোগড়া অঞ্চলে।

বাড়ি কুচবিহার জেলার সদর শহরে পাতাকুড়া কালিকা দাস রোডে। এখানকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক নিলোৎপল বোসের বাড়ি।

নিলোৎপল বোসের যোগ্যতম ভাইপো এই প্রতারক অনুপম ছোটো থেকেই তার কাছে বড় হয়ে উঠে। কুচবিহারের নৃপেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করে আলিপুরদুয়ার কলেজ থেকে নাকি স্নাতক ডিগ্রি লাভ করে প্রতারক অনুপম বোস।

বর্তমানে শিলিগুড়ির সন্নিকটে বাগডোগড়া এলাকায় বাগডোগরা কলেজের বিপরীতে যে রাস্তাটি নেমে গেছে সেই এলাকার বাসিন্দা গৌরাঙ্গ সরকারের বাড়িতে। গৌরাঙ্গ সরকারের পুত্রের নাম পিন্টু সরকার। প্রতারক অনুপম বোস এ এলাকায় উক্ত বাড়িওয়ালার বাড়িতে অনেকদিন থেকেই আছেন এবং তার প্রতারনার কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল কিনা প্রশ্নাতীত।

প্রতারক অনুপম বোস বেঙ্গলি ম্যাট্রিমনি ফেসবুক একাউন্টে নিজের পরিচয় তুলে ধরেছেন পশ্চিমবঙ্গ সরকারের একজন WBCS অফিসার হিসেবে এবং তার নিজস্ব ফেসবুক একাউন্ট নিজেকে বলছেন শিলিগুড়ির SDO অফিসে এসিস্ট্যান্ট ইলেক্টোরাল অফিসার হিসেবে নিযুক্ত। মাঝে নিজেকে পরিচয় দিচ্ছিলেন জলপাইগুড়ি জেলার কোনো একটি ব্লকের জয়েন্ট বিডিও হিসেবে।

বিভিন্ন পরিবারের বিবাহ উপযুক্ত মেয়ের বিবাহের জন্য ভালো পাত্রের খোঁজে মেয়ের অভিভাবকরা মেট্রোমনি সাইডে খোজ করেন এবং পাত্রের খোঁজ পান। এমনি নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীরতা কন্যার বিবাহের জন্য তার অভিভাবক এই প্রতারকের সন্ধান পান এবং কথাবার্তা অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যান। সেই অভিভাবক সাক্ষাৎ তার সাথে দেখা করতে বাগডোগড়ায় উক্ত ঠিকানায় প্রতারক অনুপম বোসের কাছে পৌঁছে যান ও সাক্ষাৎ করেন , এমনকি উক্ত ঠিকানায় বাড়িওয়ালা বিবাহের বিষয় বস্তু নিয়ে ভীষন আগ্রহ প্রকাশ করেন এবং অনুপম বোস যে শিলিগুড়ির SDO অফিসে WBCS অফিসার হয়ে সুনামের সাথে চাকরি করছেন সেই বিষয়টি অকপটে প্রশংসা করেন। বিষয়টি অনেক দুর এগিয়ে যেতেই একটি ছোট্ট বিষয়ে সন্দেহ তৈরী হয় মেয়ের অভিভাবকের কাছে। অভিভাবক সাথে সাথে বিষয়টি নিয়ে এই প্রতিবেদনের প্রতিবেদকের কাছে পৌঁছে গিয়ে সব কথা খুলে বলেন। অতঃপর শুরু হয় প্রতারক অনুপম বোস সম্পর্কে সূচালো অনুসন্ধান। কুচবিহার, শিলিগুড়ি, বাগডোগড়া এলাকায় সরকারি ও বেসরকারি বিভিন্ন সোর্স থেকে প্রতিবেদক জানতে পারে অনুপম বোস একজন ইন্টেলেকচুয়াল প্রতারক। সে ইতিপূর্বেই নাকি জলপাইগুড়ি এলাকায় কোনো একটি মেয়েকে তার এই ছদ্মবেশ পরিচয়ে তার প্রতারনার ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। প্রতারক অনুপমের বিরুদ্ধে সমস্ত রকম তথ্য সংগ্রহের পর প্রতিবেদক অজ্ঞাত পরিচয়ে সরাসরি প্রতারক অনুপম বোস কে টেলিফোন মারফত জিজ্ঞাসা করতে সে প্রথমে কথা বলতে আগ্রহী নয় বলে জানায় কারন অফিসের কাজে ভীষন ব্যস্ত। তারপর প্রতিবেদক সাংবাদিকতার পরিচয় দিলে তার সকল প্রকার প্রতারনার বিষয়টি অকপটে স্বীকার করে। সকল কথোপকথন অডিও রেকর্ডিং আকারে ধরা আছে। আগামী দিনে এই প্রতারক সমাজে বিভিন্ন মেয়েদের, মেয়ের অভিভাবকদের এমনকি সরকারি প্রশাসনিক অফিসারের পরিচয় দিয়ে অন্যদের তার প্রতারনার ফাঁদে না ফেলতে পারে এবং কোনো ক্ষতি করতে না পারে তারজন্য আজকের এই প্রতিবেদনে কিংবদন্তি প্রতারক যুব নায়ক অনুপম বোসের প্রতারনার অবিশ্বাস্য বাস্তব ঘটনা তুলে ধরা হলো। এই প্রতিবেদন সমৃদ্ধ নিউজ সকলের কাছে পৌঁছে যাক এমনকি সকল স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে পৌঁছে যাক তারজন্যেই বর্তমানের কথা নিউজ থেকে প্রকাশিত এই বিশেষ ব্রেকিং নিউজ। প্রতারক অনুপম বোসের কঠিনতম সাজা হোক এবং সে আর অন্য কাউকে তার প্রতারনার ফাঁদে ফেলতে না পারে এমনি বক্তব্য রাখলেন প্রতারিত হতে যাওয়া চাকুরীজীবী কন্যার অভিভাবক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *