January 13, 2025

হেমতাবাদের বাহাড়াইলে রথযাত্রা উৎসব পালিত হল জেলা পরিষদ কর্মাধ্যক্ষ পম্পা পাল ও গৌতম পালের উদ্যোগে

1 min read

হেমতাবাদের বাহাড়াইলে রথযাত্রা উৎসব পালিত হল জেলা পরিষদ কর্মাধ্যক্ষ পম্পা পাল ও গৌতম পালের উদ্যোগে

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–করোনা ভাইরাসের কারনে সর্বত্রই রথযাত্রা উৎসবের সেই আনন্দ কোথায় যেন হারিয়ে গিয়েছে।এবারের রথ যাত্রা অনেকটা পালিত হল সেই নাই মামার চেয়ে কানা মামা পাওয়ার মত অবস্থা।সবাই আবার দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিল বলা যায়।

 

উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাহারাইল রথ যাত্রা কমিটি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল ও তৃণমূল জেলা যুব সভাপতি গৌতম পালের উদ্দ্যোগে প্রশাসনের বিধি মেনে রথ যাত্রা উৎসব পালিত হয়।এই ঐতিহ্যবাহী বাহারাইল রথ যাত্রা উৎসবে ভক্তপ্রাণা মানুষরা এলে প্রথমেই থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্যানিং এর সাথে সাথে স্যানিটাইজার মাস্ক প্রদান করা হয়।

এরপর সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০০ মিটার দূরে রথ নিয়ে যাওয়া হয়।অনেকের দুঃখ দীর্ঘ দিন ধরে এই রথ যাত্রা উৎসব করে আসলেও এমন রথ উৎসব এবার হবে কোন দিন ভাবতেও পারিনি।উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল বলেন দুর্যোগ কখন কিভাবে আসবে তা কেও বলতে পারেনা।তাই এবার আমরা শুধু জগন্নাথ দেবের পূজা

করেই রথ যাত্রার আয়োজন হয়েছে।করোনা ভাইরাসের কারনে রথের মেলা করা যায়নি।যে ভাবে সর্বত্র করোনার প্রভাব বেড়েই চলেছে তাতে প্রশাসনের নিয়ম মেনেই এবারের রথ যাত্রা আড়ম্বরহীন ভাবে আমরা করেছি।উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল বলেন প্রাকৃতিক বিপর্যয়ের কাছে কোন উৎসবই বড় নয়।সবার আগে মানুষের জীবন তার পর উৎসব।আমরা করোনার মারন ভাইরাসের কারনে এবার রথ যাত্রা প্রতিবারের মত করতে পারলাম না ঠিক।তবে আগামী বছর সবার সহযোগিতা নিয়ে অনেক বড় করে ধুমধামের সাথে রথ যাত্রা উৎসব পালন করবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি। জগন্নাথ দেবের কাছে আমাদের সবার প্রার্থনা হোক যত দ্রুত সম্ভব আমাদের দেশ ,রাজ্য এবং আমাদের জেলাকে ক্রোনামুক্ত করে সবার মুখে হাসি ফোটাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *