January 13, 2025

প্রকৃতি ও স্বাস্থ্য রক্ষায় বালুরঘাট সাইকেল কমিউনিটির পথ চলা শুরু

1 min read

প্রকৃতি ও স্বাস্থ্য রক্ষায় বালুরঘাট সাইকেল কমিউনিটির পথ চলা শুরু

তপন চক্রবর্তী আজকের সকালটা বেশ অন্যরকম ছিল।ফুরফুরে হাওয়া, ঠিক যেমনটি চাই প্রবল রোদ না আবার ঘন অন্ধকারও না তেমন একটা মেঘলা সুরেলা সকাল। কথা মতো সবাই জড়ো হয়েছিল তাদের প্রিয় সাইকেল নিয়ে ইতিহাস ও ঐতিহ্যের তেভাগা স্মারকের কাছে।প্রথম দিনেই দশজন।তার মধ্যে এমন ক’জনও ছিলেন যারা সেই ছেলেবেলা

থেকে আজ পর্যন্ত সাইকেলকেই তাদের বন্ধু করে রেখেছেন।কথায় কথায় উঠে এল তাদের কথাও যারা অনেক বয়সেও কি অবলীলায় দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন সাইকেলে এবং তারা নীরোগ ছিলেন, সুস্থ ছিলেন।পরে সাইকেলে চলতে চলতে উঠে এল পুরোন বালুরঘাটের কথা।

নস্টালজিক বালুরঘাটের কথাও।প্রথম দিনের যাত্রায় লেখা থাকলো তেভাগা থেকে মিউজিয়ামের কথা।আর হ্যাঁ, বিশ্ব যোগ দিবসের মতো আজ বিশ্ব সঙ্গীত দিবসও।গাওয়া হলো গান ‘আমরা করবো জয়’ আর তারপরেই প্যাডেলে পা দিয়ে ঘুরে দেখা হল বালুরঘাটের ভিতরে আরেক বালুরঘাটকে।আজ থেকেই বালুরঘাট সাইকেল কমিউনিটির সাইকেল যাত্রা শুরু।বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষে অমল বসু, সঙ্গীত কুমার দেব, বিজন কৃষ্ণ সরকার, মনোজ কুমার গঙ্গোপাধ্যায়রা জানিয়েছেন- আজ যারা আসতে পারেননি তারা পরের মাসে উনিশে জুলাই রবিবার জেলা মিউজিয়ামের সামনে আসুন।আপনাদের সাইকেলেরই গল্প শুনবে বালুরঘাট সাইকেল কমিউনিটি।প্রথম দিন উপস্থিত ছিলেন অমল বসু ,সঙ্গীত কুমার দেব,বিজন কৃষ্ণ সরকার,মনোজ কুমার গঙ্গোপাধ্যায়,মনোজিত দেব।প্রসেনজিত দাস।রাহুল রায়,সনাতন প্রামাণিক,তনুশিয়া মন্ডল এবং তুহিন শুভ্র মন্ডলেরা।প্রবীণ দের সাথে নতুন দের আগ্রহও ছিল চোখে পড়ার মতো।ক্ষুদে তনুশিয়া মন্ডল বলে ‘ আমার খুব ভাল লাগছে।আমি পাইপাই করে সাইকেল চালাই।কালকেও তো কাকার সাথে সাইকেল নিয়ে ঘুরেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *