রায়গঞ্জ ঘড়ি মোড়ে চীনের রাষ্ট্রপতির প্রতিকী শ্রাদ্ধ করাকে কেন্দ্র করে বিজেপির সমর্থকরা মস্তক মুন্ডন করলেন-
1 min readরায়গঞ্জ ঘড়ি মোড়ে চীনের রাষ্ট্রপতির প্রতিকী শ্রাদ্ধ করাকে কেন্দ্র করে বিজেপির সমর্থকরা মস্তক মুন্ডন করলেন–
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)–শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ঘড়ি মোড়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপির উদ্দ্যোগে ভারতের উপর চীনের আক্রমন ও ভারতীয় বীর জওয়ানদের নিহত হবার প্রতিবাদে চীনের রাষ্ট্রপতির প্রতিকী শ্রাদ্ধ করা হয়।
এই উপলক্ষে বিজেপির সমর্থকরা আজ ঘড়ি মোড়ে মস্তক মুন্ডন করে তার তীব্র প্রতিবাদ জানান।সেই অভিনব দৃশ্য দেখার জন্য রায়গঞ্জ ঘড়ি মোড়ে প্রচুর জনসমাগম হয় বলে জানা যায়।এক প্রশ্নের উত্তরে
বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন আজকের এই প্রতিবাদ অনুষ্ঠানে প্রচুর চাইনিজ মোবাইল ভেঙে আগুন
ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং স্বদেশী দ্রব্য ব্যবহার করো ও বিদেশি দ্রব্য বর্জন করার শপথ নেওয়া হয় বলে জানান।