দার্জিলিং জেলায় প্রতিভার সন্ধানে অন লাইন নৃত্য প্ৰতিযোগীতায় কালিয়াগঞ্জের দেবলীনা প্রথম-
1 min readদার্জিলিং জেলায় প্রতিভার সন্ধানে অন লাইন নৃত্য প্ৰতিযোগীতায় কালিয়াগঞ্জের দেবলীনা প্রথম-
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)--পশ্চিমবঙ্গ ভিত্তিক প্রতিভার সন্ধানের উদ্দ্যোগে দার্জিলিং জেলায় অন লাইন নৃত্য প্রতিযোগিতায় অনুর্ধ ১৫ বিভাগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের স্কুল পাড়ার দেবলীনা চৌধরী প্রথম স্থান দখল করে কালিয়াগঞ্জের সন্মান বৃদ্ধি করলো।
এক সাক্ষাৎকারে নৃত্য শিল্পী দেবলীনা চৌধারীর মা পম্পা চৌধরী জানান গত এক মাস পূর্বে লকডাউনের মধ্যেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আমার মেয়েও যথারীতি অন লাইনের মাধ্যমে নাচের ভিডিও দার্জিলিং জেলার খরিবাড়িতে প্রতিভার সন্ধানের কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়।মোট ৪১০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
মঙ্গলবার প্রতিযোগিতার ফলাফলে দেখা যায় দেবলীনা অনুর্ধ ১৫ নৃত্য বিভাগে প্রথম হয়েছে। তাই মেয়ের মা হিসাবে
আমি অবশ্যই গর্বিত বললেন পম্পা দেবী।জানা যায় কালিয়াগঞ্জের বিশিষ্ট নৃত্য শিক্ষিকা শ্রাবস্তী মুখার্জির কাছে দেবলীনা চৌধরী একদম ছোট থেকে বিভিন্ন আঙ্গিকের নৃত্যের তালিম নিয়ে চলেছে।দেবলীনার নৃত্যের বিষয় ছিল “রবীন্দ্র নৃত্য”।দেবলীনা নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করায় একদিকে যেমন তার নৃত্য শিক্ষিকা প্রচন্ড খুশি অপরদিকে কালিয়াগঞ্জ বাসীও এই সংবাদে খুশি হয়ে অনেকেই দেবলিনাকে অভিনন্দন জানিয়েছেন বলে জানা যায়।