October 25, 2024

জাতীয় সড়ক বা রাজ্য সড়কে চাষীরা ফসল শুকানোর চেষ্টা করলে ব্যবস্থা

1 min read

জাতীয় সড়ক বা রাজ্য সড়কে চাষীরা ফসল শুকানোর চেষ্টা করলে ব্যবস্থা

সড়কের উপরে চাষীরা ধান বা বিভিন্ন ধরনের ফসল শুকানোর জেরে সম্প্রতি তপনের বিডিওর প্রাণ চলে গেলেও তা থেকে কৃষকরা সচেতন হয়নি।পাকা সড়ক তৈরি করা হয় ভালো যোগাযোগের জন্য।যোগাযোগের সড়কের উপর বিক্ষিপ্ত ভাবে ধান বা অন্য যে কোন ফসল রাস্তা

বন্ধ করে শুকালে গাড়ির চালকেরা সমস্যায় পরে।তাই ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুরের এসপি শচীন মাক্কার জানান জেলার বিভিন্ন থানার ওসিদের ও জনপ্রতিনিধিদের নিয়ে কৃষকদের মধ্যে একটি সচেতনতা প্রচার করা হয়েছে। তারা যেন রাস্তার উপরে ভুট্টা বা অন্যান্য ফসল না ফেলে দিয়ে না রাখে শুকানোর জন্য। তিনি আরো জানান তারা

বিভিন্ন থানার ইসলামপুর চোপড়া ডালখোলা গোয়ালপোখর থানার যে ট্রাফিক বিভাগ রয়েছে তাদেরকে এ ব্যাপারে সবসময় লক্ষ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে ইসলামপুরের পুলিশ সুপার শচীন মক্কার।এরপরেও যদি কেউ না শুনেন সে ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *