কালিয়াগঞ্জ মা বয়রা মন্দিরে সোমবার বাবা ভোলানাথ ও মঙ্গলবার মায়ের পূজা দিয়ে১৭ই জুন থেকে নিয়মিত মায়ের দরজা খোলা থাকবে
1 min readকালিয়াগঞ্জ মা বয়রা মন্দিরে সোমবার বাবা ভোলানাথ ও মঙ্গলবার মায়ের পূজা দিয়ে১৭ই জুন থেকে নিয়মিত মায়ের দরজা খোলা থাকবে
তপন চক্রবর্তী-কসলিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–লকডাউনের জেরে দীর্ঘ দিন কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা কালি মন্দির বন্ধ থাকার পর সোম বার বাবা ভোলানাথের পূজা এবং মঙ্গলবার মাযের বিশেষ পূজার
আয়োজন সম্পুর্ন।সোমবার বেলা চারটা থেকে বাবা ভোলানাথের পূজা শুরু হবে বলে মন্দির কমিটির যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র জানান।তিনি বলেন মায়ের ভক্তগণ দীর্ঘদিন মায়ের দর্শন থেকে বঞ্চিত ছিলেন।
আগামী ১৭ই জুন থেকে পূর্বের মতই মায়ের দর্শনের জন্য মায়ের মন্দির খোলা রাখার জন্য সিধান্ত নেওয়া হয়।