পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থ রায়গঞ্জে বললেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার
1 min readপশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থ রায়গঞ্জে বললেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার
তন্ময় চক্রবর্তী পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতার কারণে আজ রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন কারনে এই করোনা আক্রান্তের সংখ্যা লুকিয়ে রাখতে চাইছেন। তাই ভুলভাল রিপোর্ট দিচ্ছেন।
এমনটা হওয়া উচিত নয়। তিনি বলেন এই রাজ্যে বিজেপি সাংসদদের এই সময় মানুষের পাশে যেতে তৃণমূল যেভাবে বাধা সৃষ্টি করছে তা দুঃখজনক । তিনি হাইকোর্টে জিতে এখন মানুষের পাশে যাচ্ছেন। সুকান্ত বাবু বলেন তারা তৃণমূলের মত ফেসবুকে ত্রাণ বিলি করেন না তারা ত্রাণ বিলি করেন মানুষের পাশে গিয়ে। তারা চান না অসহায় মানুষদের কে নিয়ে কেউ ছিনিমিনি খেলুক। সুকান্ত বাবু বলেন এখনও বহু জায়গায় পরিযায়ী শ্রমিকরা গাছের তলায় ত্রিপল টাঙিয়ে দিন কাটাচ্ছেন। তাদের দেখভাল করার কেউ নেই। তার জেলায় এমন একজনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। সুকান্ত বাবু আরো পড়েনএইভাবে চলতে থাকলে আগামী দিনে কি হবে বলা মুশকিল এই রাজ্যের পরিস্থিতি।