রায়গঞ্জে বিজেপির দলীয় কার্যালয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর অনুপ্রেরণায় শুরু হল দাতব্য চিকিৎসালয় কেন্দ্র-
1 min readরায়গঞ্জে বিজেপির দলীয় কার্যালয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর অনুপ্রেরণায় শুরু হল দাতব্য চিকিৎসালয় কেন্দ্র-
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--সমাজের দুস্থ্য মানুষদের চিকিৎসার ভাবনায় ভাবিত হয়ে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর অনুপ্রেরণায় শনিবার থেকে শুরু হল বিনা ব্যায়ে দাতব্য চিকিৎসালয়।যেখানে থাকবে এলোপ্যাথি ও হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থা।
বিজেপির জেলা সভাপতি বলেন বিজেপির মূল আদর্শই হচ্ছে সমাজের নিপীড়িত মানুষদের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।তিনি বলেন এই মুহূর্তে সাধারণ মানুষেরা হাসপাতালে গিয়ে কোন পরিষেবা পাবেনআ।এখন সর্বত্রই করোনা নিয়েই সবাই ব্যাস্ত।
তাই আমরা সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে তাদের যতটুকুই সাহায্য দিতে পারবো তত টুকুই কাজে লাগবে দুস্থ্য মানুষদের।এখন হাসপাতালে যাওয়া মানেই করোনা আতঙ্ক।
তাই হাসপাতালে ভয়ে কেও যেতে চায়না।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ ডি এন মজুমদার, ডাঃশচীন প্রসাদ,গোপেশ সরকার,বিশিষ্ট সমাজ সেবী সন্তোষ সরকার। সাধারণ মানুষকে এই উদ্যোগের প্রশংসা করে বলতে শোনা যায় এটা বিজেপি দলের অভিনব প্রয়াস।গরিব মানুষেরা একটা চিকিৎসার জায়গা খুঁজে পাবে।