October 25, 2024

ইসলামপুরে বিজেপির শহর মন্ডলের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন

1 min read

ইসলামপুরে বিজেপির শহর মন্ডলের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরেবিজেপির শহর মন্ডল দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির সহ-সভাপতি সুরজিৎ সেন। তিনি জানান বিগত কয়েকদিন

ধরে তৃণমূল কংগ্রেসের এমএলএ মন্ত্রী ব্লক সভাপতি জেলা সভাপতি সাংবাদিক সম্মেলন করে চলছেন।আজতারই পাল্টা সাংবাদিক সম্মেলন করে সুরজিৎ সেন বলেন যেভাবে তৃণমূল কংগ্রেস ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নামে মিথ্যা প্রচার লাগাতার করে যাচ্ছে তার জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন ।তিনি আরো অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলেন বিজেপি যাতে কোন ভাবেই ত্রাণ দিতে না পারে সেজন্য পুলিশকেন দিয়ে তারা নিয়মিত ভাবে বিজেপিকে বাধা দিয়ে যাচ্ছে।আর তৃণমূল কংগ্রেসের পুলিশ বিজেপির উপর ছড়ি ঘোড়াচ্ছে।অন্য কোন কাজ বাদ দিয়ে পুলিশ বিজেপির কর্মীদেরকে পাহারা দিচ্ছে।এটা কোন গণতন্ত্র? সুরজিৎ সেন বলেন ভিনরাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিক আটকে পড়ে ছিল তারা বাড়ি ফিরতে না পারার জন্য সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের কে গালাগাল করেছেন বলে তার অভিযোগ। ইসলামপুর শহরে ও ইসলামপুরের গ্রাম্য এলাকায় কতজন করোনা আক্রান্ত রোগী আছেন তা এখন পর্যন্ত জেলার স্বাস্থ দপ্তর জানাতে ব্যার্থ। করোনার কোন খবর কাউকে জানানো হচ্ছেনা।আমরা পুরো অন্ধকারে আছি। জানতে পারছি না।আরও বলেন য়ে আমরা সাংবাদিক সম্মেলন থেকে আশা করেছিলাম যারা পরিযায়ী শ্রমিক বাইরে থেকে এসেছে তাদের কর্মসংস্থানের কথা বলবেন কিন্তু তা করেনি।তৃণমূল বিধায়ক করিম চৌধুরী মিথ্যার ফুলঝুরি ছড়িয়েছে তার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে।সুরজিৎ সেন বলেন তিনি যতই সাংবাদিক সম্মেলন করুক ২০২১ সালে তিনি আর বিধান সভায় যে যেতে পারছেন না তা লিখে নিন। তিনি আরো বলেন নরেন্দ্র মোদি আজ বিশ্বের নেতা।তিনি শুধু ভারতবর্ষের নেতা নন।নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে সবরকম সাহায্য করলেও বলা হয় কেন্দ্রীয় সরকার নাকি কিছুই দিচ্ছেনা।সুরজিৎ বাবু বলেন ইসলামপুরের বিধায়ক করিম চৌধরী এই লক ডাউনের সময় ইসলামপুরের মানুষদের পাশে একদিনের জন্যও দেখা যায়নি।উনি নিজেকে ইসলামপুরের রক্ষাকর্তা বলে থাকেন।অথচ রক্ষা কর্তাকে মানুষের পাশে ইসলামপুরের মানুষ একটি দিনও দেখতে পাননি।ইসলামপুরের মানুষদের যেন সব সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন।সুরজিৎ বাবু বলেন রাজ্য সরকার যেমন প্রতিদিন মিথ্য কথা বলে যাচ্ছে।ঠিক একই রকমভাবে বিধায়ক ইসলামপুরের মানুষদের মিথ্য কথা বলে যাচ্ছে।এই রাজ্যের সরকার সমস্ত তথ্য লুকিয়ে রাখছে।সাধারণ মানুষদের প্ৰকৃত ঘটনা জানতে ভয় পায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *