ইসলামপুর ডাকঘরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশনের ডেপুটেশন
1 min readইসলামপুর ডাকঘরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশনের ডেপুটেশন
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)– বৃহস্পতিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও এস এফ আই ইসলামপুর উত্তর লোকাল কমিটির উদ্যোগে ইসলামপুর মহাকুমার মুখ্য ডাকঘর এর পোস্টমাস্টার কে ছয় দফা দাবি ভিত্তিক স্মারকলিপি দেওয়া হয়।
অবিলম্বে গ্রাহকদের হয়রানি বন্ধ করতে হবে, গ্রাহক পরিষেবা জন্য প্রত্যেকটি কাউন্টার নির্দিষ্ট সময় অবধি খোলা রাখতে হবে, প্রতিটি কাউন্টারে নির্দিষ্ট পরিষেবা সময়মতো প্রদান করতে হবে এবং ইসলামপুরে পাসপোর্ট পরিষেবা কেন্দ্র চালু করতে হবে। উক্ত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানান।জিতেন্দ্র নাথ দাস ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ইসলামপুর মুখ্য ডাকঘর জানান তিনি আজ স্মারকলিপি পেয়েছেন উর্দ্ধতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয়ে জানাবেন। উপস্থিত ছিলেন DYFI ইসলামপুর উত্তর লোকাল কমিটির সম্পাদক সুজন দাস ও SFI ইসলামপুর উত্তর লোকাল সম্পাদক কনক সরকার সহ সংগঠন দুটির সমর্থক ও কর্মীবৃন্দ।