ইসলামপুর ব্লকের গাইসাল এক ও গুনজুরিয়া গ্রাম পঞ্চায়েতে স্যানিটেশনের কাজ করলো
1 min readইসলামপুর ব্লকের গাইসাল এক ও গুনজুরিয়া গ্রাম পঞ্চায়েতে স্যানিটেশনের কাজ করলো
মঙ্গলবার ইসলামপুর ব্লকের গাইসল (১) ও গুঁজরিয়ায় ইসলামপুর ফায়ার বিগেট এর পক্ষ থেকে স্যানেটায়জেশনের কাজ করলো ইসলামপুর দমকল কেন্দ্রের কর্মীরা।প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা
তৃণমূল নেতা জাভেদ আখতার বলেন যে আজ এই দুটি গ্রাম পঞ্চায়েতের অফিস সহ বিভিন্ন মসজিদ মন্দির এবং জনবহুল এলাকায় সাইটের কাজ করা হয়। তিনি আরো বলেন এসপি সাহেবকে তাকে
বলার সাথে সাথে তিনি ব্যবস্থা করেছেন।এই জন্য তাকে অজস্র ধন্যবাদ জানান।তিনি বলেন তাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন সোশ্যাল ডিসটেন্স মেন্টেন করার জন্য। টসর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতই এই সব কাজ করেছেন বলে জানান।