কালিয়াগঞ্জ শহরের কোয়ারেন্টাইন কেন্দ্রে রুদ্রবীনা ক্লাবের পক্ষ থেকে মাছ সহকারে খাবার পরিবেশন
1 min readকালিয়াগঞ্জ শহরের কোয়ারেন্টাইন কেন্দ্রে রুদ্রবীনা ক্লাবের পক্ষ থেকে মাছ সহকারে খাবার পরিবেশন
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর–রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অবস্থিত বি এড কেন্দ্রের
কোয়ারইন্টেন কেন্দ্রে কালিয়াগঞ্জ কলেজ পাড়ার রুদ্রবীণা ক্লাবের পক্ষ থেকে ঐ কেন্দ্রের ১৩০জন পরিযায়ী শ্রমিকদের রান্না করা খ্যবার পরিবেশন করা হয়।
পরিযায়ী শ্রমিকরা সুস্বাদু উন্নতমানের খাবার পেয়ে রুদ্রবীনা ক্লাবের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ।রুদ্রবীনা ক্লাবের পক্ষ থেকে ঐ কেন্দ্রে রান্না করা খাবার পৌঁছে দেন
ক্লাবের সম্পাদক তরুণ গুহ,ক্রীড়া সম্পাদক দেবমাল্য চৌধরী প্রতিম রায় সহ ক্লাবের অপর সদস্যগন।সেখানে যান।ক্লাব সম্পাদক তরুণ গুহ বলেন তারা দিন কয়েক আগেই খুদে খেলোয়াড়দের কিছু খাদ্য সামগ্রীর সাথে একটি করে বৃক্ষ দেওয়া হয়েছে বলে জানান।