কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব ও থানার যৌথ উদ্যোগে হরিহর পুর লোকনাথ আশ্রম ও থানায় বৃক্ষ রোপন-
1 min readকালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব ও থানার যৌথ উদ্যোগে হরিহর পুর লোকনাথ আশ্রম ও থানায় বৃক্ষ রোপন
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–বৃক্ষ রোপন প্ৰতি বছর নিয়মিত হলেও বৃক্ষ ছেদন বন্ধের তেমন কোন রাস্তা খুঁজে পাওয়া যায়না।।রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব ও কালিয়াগঞ্জ থানার উদ্দ্যোগে কালিয়াগঞ্জ থানায় ও শহরের ধনকোল হরিহরপুর লোক নাথ আশ্রমে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রথমে কালিয়াগঞ্জ থানায় বৃক্ষ রোপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই বৃক্ষ রোপনের সূচনা করেন।পরবর্তীতে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সভাপতি সুদীপ ভট্টাচার্য,সম্পাদক সুমিত মজুমদার,কালিয়াগঞ্জ থানার টাউন বাবু সুশান্ত বৈষ্ণব ,বাপ্পা সরকার ও দেবব্রত রায়
একটি করে বৃক্ষ রোপন করেন।পরবর্তীতে ধনকোল হরিহরপুর লোকনাথ মন্দির প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষ রোপন করেন লোকনাথ মন্দির কমিটির সভাপতি ও প্রাক্তন শিক্ষক প্রদীপ কুন্ডু,হরিহর পুর বাবা লোকনাথ মন্দিরের সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী স্বপন সরকার,বিশিষ্ট কবি ভানুকিশোর শর্মা, মৃত্যুঞ্জয় বিশ্বাস
সহ অনেক বিশিষ্ট ব্যক্তিগণ।কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সভাপতি সুদীপ ভট্টাচার্য এক প্রশ্নের উত্তরে জানান রবিবারের বৃক্ষ রোপন কর্মসূচিতে শতাধিক বৃক্ষ রোপন করা হয়।কালিয়াগঞ্জ থানা এবং হরিহরপুর লোকনাথ মন্দির কমিটি বৃক্ষ রোপন কর্মসূচিকে সফল করতে সবার সহযোগিতা আমরা ভীষণ ভাবে পেয়েছি।তাই কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সভাপতি সুদীপ ভট্টাচার্য সবাইকে অভিনন্দন জানান।
buy cialis canadian Dr Jackson had warned of buying Viagra this way you can never know if the right ingredients are in the pills, and in what quantities
Zauberberg ГЁ stato giГ pubblicato in inglese da Amigo, confidiamo che raggiunga presto anche i nostri tavoli localizzato in italiano what is priligy tablets Maybe you ve contemplated labiaplasty because you thought your labia inner outer were too big
Two years later, phase II clinical trials began on patients with ED cheap cialis Naturally, cheapest generic cialis they often provide the seattle and king county auto-immune but have been overall beginning into snohomish and pierce counties to the north and south, somewhat
cialis prescription 7 million acres had burned, which is more than 10 times the total area burned in all of 2021
Depression is not commonly associated with these agents; nevertheless, one prospective, randomized phase III trial comparing doxorubicin and daunorubicin for the treatment of Kaposi s sarcoma , reported the incidences of depression as 6 and 10 , respectively 136. tamoxifen long term side effects Dr Bayrak was also very responsive he gave me his own email and every time I sent him an email late at night, I got his reply early the very next morning.
can dogs take doxycycline Nafcillin would be the ideal antibiotic for his MSSA endocarditis with brain involvement.